আমাকে এক্সেলের একই সেলে অনেকবার যোগ বা বিয়োগ করা লাগে,( যেমনঃ =২০০+৫০+১৯৯-২০+৫৬) কিন্তু সমস্যা হোল আমাকে বার বার ফর্মূলা বারে কার্সর নিয়ে গিয়ে যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে তারপর সংখ্যা ইনপুট করা লাগে। এক্ষেত্রে কোন সর্টকাট আছে কিনা?
আপনি এর অল্টার হিসেবে যে সেলে বার বার যোগ করছেন, তার পাশের একটি কলামের বেশকিছু সেল কে নিয়ে SUM করতে পারেন । যেমন ধরুন আপনি হয়তো A2 সেলে যোগফল টি রাখতে চাচ্ছেন ।
তো B2 থেকে B100 পর্যন্ত সেল গুলোকে বা প্রয়োজনে আরো বেশি সেলকে সাম করে নিতে পারেন নিচের মতো করে
A2 সেল এ লিখুন
=SUM(B2:B100)
এর পর আপনার সংখ্যা গুলো B2 থেকে নিচের সেল গুলোতে লিখতে থাকুন, অটো যোগফল পাবেন A2 Cell এ ।