graphics কি illustrator কি vector ও raster graphics এর মধ্যে পার্থক্য কি ?

প্রশ্ন উত্তরCategory: গ্রাফিক ডিজাইনgraphics কি illustrator কি vector ও raster graphics এর মধ্যে পার্থক্য কি ?
Rakibul Islam SA asked 5 years ago

graphics কি illustrator কি vector ও raster graphics এর মধ্যে পার্থক্য কি ? জানতে চাই


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

চলুন দেখে নেয়া যাক একে একে


Graphics কি ?

কোন বস্তুর ছবি বা ভিজুয়াল উপস্থাপনাকে কে গ্রাফিক্স বলে । তাই বলাযায়, কম্পিউটার স্ক্রিন এ বা মোবাইল এ যে ছবি দেখা যায় ( সেটা যে কোন ধরনের ইমেজ বা ছবি ) সেটাই গ্রাফিক্স ।

illustrator কি?

illustrator ফটোশপ এর মতো কম্পিউটার এর একটি গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম যা কিয়ে সহজেই লোগো কিংবা গ্রাফিকাল কাজ করা যায় ।

Vector ও Raster Graphics এর মধ্যে পার্থক্য  কি?

গ্রাফিক্স এর সাথে যে ভেক্টর যায় সেটি আসরে ইলাস্ট্রেটর প্রোগ্রাম দিয়ে তৈরি করা ইমেজ যা সহজেই অনেক ছোট বা বড়ো করা যায় কিন্তু এর কোয়ালিটির পরিবর্তন হয়না । অন্যদিকে সাধারনত ফটোশপে Raster Image বা Raster Graphic ব্যবহার করা হয় যা বড়ো করলে এর ছবির কোয়ালিটি খারাপ হয়ে যায় ।

Your Answer

10 + 12 =

error: Content is protected !!