স্যার, আমি যার সাথে ইমুতে কথা বলি, এখন আমি চাচ্ছি আমাদের কথা বলা সকল হিস্টোরীগুলো একেবারে দুজনের ফোন থেকেই মুছে ফেলতে।
ঐ ব্যক্তির ফোন ছাড়া আমার ফোন দিয়ে কি এটা করা সম্ভব এবং তা কিভাবে করবো যাতে দুজনের থেকেই সকল মেসেজ ডিলিট হয়ে যায়?
IMO তে আপনি যে মেসেজ গুলো পাঠিয়েছেন, সেগুলো দুই ডিভাইস থেকেই ডিলিট করা যাবে। তবে যদি বেশি আগের হয়, হবে কিনা, জানিনা । আর আপনাকে যে মেসেজ গুলো পাঠানো হয়েছে, সেগুলো আপনার ফোনে ডিলিট হলেও যে পাঠিয়েছে, তার ফোন থেকে ডিলিট আপনি করতে পারবেন না আপনার IMO থেকে ।
আপনার যে ম্যাসেজ টি ডিলিট করতে চান, সেটির উপরে কিছুক্ষর চেপে ধলে থাকুন, দেখবেন কয়েকটি অপশন আসবে, নিচ থেকে Delete নির্বাচন করুন ।

IMO Message Delete
এবার ডিলিট থেকে আপনি আবার কিছু অপশন পাবেন, যেমন
- Delete for everyone
- Delete for me
- Cancel

Delete imo message for everyone
এবার Delete for everyone করলে দুজোনের ম্যাসেজ বক্স থেকেই ডিলিট হয়ে যাবে ।
কিন্তু আপনাকে যে ম্যাসেজ পাঠানো হয়েছে, সেটির উপরে কিছুক্ষন চেপে ধরে থাকলে Delete অপশন পাবেন ঠিকই, কিন্তু “Delete for everyone ” অপশন টি থাকবেনা।
এবার আসবে “Are you sure you want to delete this message? ” আর এর পর পাবেন “Delete for me” , অর্থাৎ শুধু আপনার ম্যাসেজ বক্স থেকে ডিলিট হবে ।

IMO Others message cant be deleted by me
তাই সব ম্যাসেজ ডিলিট করতে হলে দুই ফোন থেকেই আলাদা আলাদা ভাবে ডিলিট করা লাগবে ।