এন্ড্রয়েড মোবাইলে ডাটা ব্যাকআপ কিভাবে রাখবো?

প্রশ্ন উত্তরCategory: মোবাইল ফোনএন্ড্রয়েড মোবাইলে ডাটা ব্যাকআপ কিভাবে রাখবো?
jakir asked 7 years ago

মোবাইল ফোন যখন ব্যাকআপ বা রিসেট দিবো, তখন কিভাবে ডাটা ব্যাকআপ করে রাখবো কেউ জানাবেন কি? 


2 Answers
Ahosan Habib Staff answered 7 years ago

মোবাইলে ডাটা ব্যাকআপ

মোবাইলে এর নাম উল্লেখ করলে ভালো হত। যাই হোক, সাধারণত একেক মোবাইলে একেক ভাবে ডাটা ব্যাকআপ রাখা যায়। তবে আমি আমার ক্ষেত্রে OPPO মোবাইলে এ কিভাবে ডাটা ব্যাক রাখা যায়,তা আলোচনা করবো।
ডাটা ব্যাকআপ রাখার জন্য প্রথমে মোবাইল ফোন এর Setting থেকে Backup & reset লেখা অপশন ক্লিক করুন। ক্লিক করার পর সেখানে নিচের ছবিটির মতো অপশন দেখা যাবে।


backup data

backup data

এবার উপরের লাল দাগ করা অংশে ক্লিক করে আপনি ডাটা ব্যাকআপ রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ইমেইল আইডি এবং ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে।

Md Shariar Sarkar Staff answered 7 years ago

ধন্যবাদ AhosanHabib ভাই, @ jakir, আপনি ডাটা ব্যাকআপ নেবার জন্য গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন যেটা গুগল একাউন্ট এর সাথেই থাকে এবং এটি ইন্টারনেটে আপনার ডাটা ব্যাকআপ নিবে । AhosanHabib যে উত্তর টি দিয়েছেন, সেটিও ড্রাইভ ব্যবহার  এই ব্যাকআপ নিবে । আর যদি মনে করেন যে আপনি কম্পিউটার এ ডাটা ব্যকআপ নিবেন, তাহলে দেখে নিতে পারেন নিচের পোস্ট টি যেটি দিয়ে অনেক কিছুই ব্যকআপ রাখতে পারবেন, SMS, Contact Number, Call Log, Apps …


স্মার্ট ফোনে SMS বা Contact নাম্বার ব্যাকআপ রাখবেন কিভাবে

স্মার্ট ফোনে SMS বা Contact নাম্বার ব্যাকআপ রাখবেন কিভাবে

Your Answer

6 + 1 =

error: Content is protected !!