কোন কিবোর্ড এ আপনি ৎ লিখতে চাইছেন, সেটা জানালে ভালো হতো । ধরে নিলাম আপনি বিজয় কিবোর্ড এ ৎ লেখার নিয়ম জানতে চান । নিচের ছবিতে দেখুন, একটা কি চিহ্নিত করে দেয়া হয়েছে ।
এই কী টি কিবোর্ড এর Back Space এর বাম পাশে কিংবা নিচে থাকে । তো বিজয় কিবোর্ড ঠিক ঠাক মতো সেট থাকলে , এই কী টি চাপলে পেয়ে যাবেন ৎ
তবে কোন কোন কিবোর্ড যেমন A4tech এর কিবোর্ড এর ক্ষেত্রে Shift Key এর উপরে Back Slash ( \ ) যে কি টি আছে, সেটি ব্যবহার করে ৎ আনতে হয় ।
আর বিজয় কিবোর্ড সম্পর্কে আরো জানতে দেখে নিতে পারেন বিজয় কিবোর্ড
ধন্যবাদ