গেটওয়ে (Gateway) :
ভিন্ন ধরনের নেটওয়ার্কগুলোকে যুক্ত করার জন্য গেটওয়ে ব্যবহার করা হয়। প্রটোকল ট্রানস্লেশনে গেটওয়ে যেসব সুবিধা প্রদান করে হাব, সুইচ, রাউটার এসব সুবিধা প্রদান করে না। গেটওয়ে প্রটোকল ট্রানস্লেশনের কাজ করে থাকে ভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার জন্য। কাজের প্রকৃতি অনুযায়ী গেটওয়েকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলোঃ
- অ্যাপ্লিকেশন গেটওয়ে (Application Gateway)
- অ্যাড্রেস গেটওয়ে (Address Gateway)
- প্রটোকল গেটওয়ে (Protocol Gateway)