ট্রান্সশিপমেন্ট সম্পর্কে জানতে চাই।

প্রশ্ন উত্তরCategory: সাধারণট্রান্সশিপমেন্ট সম্পর্কে জানতে চাই।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

ট্রান্সশিপমেন্টঃ

পণ্য পরিবহণকারী যানবাহন থেকে পণ্য আরেকটি যানবাহনে স্থানান্তর করে পরবর্তী গন্তব্যে নিয়ে যাওয়া হলে তাকে বলা হয়  ট্রান্সশিপমেন্ট। এটি সাধারণত দেশের ভেতরে হয়ে থাকে। যখন দুইটি দেশের মধ্যে বিষয়টি অন্তর্ভু্ক্ত হয় তখন তাকে আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট বলা হয়।


যথা- ভারতীয় পণ্য পরিবহণকারী ট্রাক বেনাপোল স্থল বন্দরে ঢুকে পণ্য খালাস করল। সেই পণ্য আবার আখাউড়া স্থলবন্দরে নিয়ে যাওয়ার পর ভারতের ট্রাকে করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়। এই পুরো প্রক্রিয়াকেই বলা হয় ট্রান্সশিপমেন্ট।

ভারতের প্রধান ভূখন্ড থেকে জাহাজে নিয়ে আসা পণ্য বাংলাদেশী যানবাহনে তুলে আটটি রুট দিয়ে চারটি স্থলবন্দর হয়ে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে নেয়ার কাজটি হচ্ছে মূলত ট্রান্সশিপমেন্ট।

Your Answer

7 + 5 =

error: Content is protected !!