সৌরজগৎ কি ও সৌরজগৎ কাকে বলে

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানসৌরজগৎ কি ও সৌরজগৎ কাকে বলে
Forid asked 6 years ago


4 Answers
Imran Hossain answered 6 years ago

সৌরজগৎ কাকে বলে

সৌরজগৎ মোট নয়টি গ্রহ, দেড় হাজারের উপর গ্রহ কণিকা, কতকগুলি উপগ্রহ ও ধুমকেত এবং একাধিক উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত ।  সৌরজগৎ মহাআকাশের আয়তনের তুলনায় তেমন বড় না হলেও সূর্যের একটি নিজস্ব অবস্থান আছে, তাকেই সৌরজগৎ বলে । সৌরজগৎ এর ইংরেজী শব্দ (Solar System) ।


গ্রহগুলো সৌরজগৎ এর চার দিকে ঘূরা ঘূরি করে থাকে । আর ইংরেজীতে এদেরকে বলা হয় (Planet) । অর্থাৎ যারা ঘুরে বেড়ায় । এখন পর্যন্ত নয়টি গ্রহের খুঁজ মিলেছে । গ্রহ গুলোর নাম, পৃথিবী,বুধ, শুক্র , মঙ্গল, বৃহস্পতি, শনি , ইউরেনাস নেপচুন আর প্লুটো । আবার এদের ইংরেজী নাম , Venus, Mercury, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune , Pluto ।

Solar System

Solar System

Ayesha answered 3 years ago

সূর্য ও তার চারদিকের ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, ধূমকেতু প্রভৃতি নিয়ে সৌরজগৎ গঠিত। সৌরজগতে ৮টি গ্রহ আছে।গ্রহগুলো হলোঃ- বুধ, শুক্র,পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।


পূর্বে সৌরজগতে ৯টি গ্রহ ছিল, সেইটা হচ্ছে প্লুটো। সেটিকে আর গ্রহ বলে বিজ্ঞানিরা পরিচয় দেন না। আমরা, সৌরজগতে ৯টি গ্রহ আছে এই কথাটি বলব না।

“গ্রহ” কে ইংরেজিতে বলে “Planet”
গ্রহগুলোকে ইংরেজিতে বলেঃ
1. Venus
2. Mercury
3. Earth
4. Mars
5. Jupiter
6. Saturn
7. Uranus &
8. Neptune

Ayesha Tuhin answered 3 years ago

সূর্য ও তার চারদিকের ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, ধূমকেতু প্রভৃতি নিয়ে সৌরজগৎ গঠিত। সৌরজগতে ৮টি গ্রহ আছে।গ্রহগুলো হলোঃ- বুধ, শুক্র,পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।


পূর্বে সৌরজগতে ৯টি গ্রহ ছিল, সেইটা হচ্ছে প্লুটো। সেটিকে আর গ্রহ বলে বিজ্ঞানিরা পরিচয় দেন না। আমরা, সৌরজগতে ৯টি গ্রহ আছে এই কথাটি বলব না।

“গ্রহ” কে ইংরেজিতে বলে “Planet”
গ্রহগুলোকে ইংরেজিতে বলেঃ
1. Venus
2. Mercury
3. Earth
4. Mars
5. Jupiter
6. Saturn
7. Uranus &
8. Neptune

Sourav answered 2 years ago

সৌরজগৎ মহাকাশের মিল্কিওয়ে গ্যালাক্সির অন্তর্গত।সূর্য ও এর পরিবারকে একত্রে সৌরজগৎ বলা হয়।সৌরজগতে অবস্থানরত আটটি গ্রহ নিম্নরূপ :-
১।বুধ
২।শুক্র
৩।পৃথিবী
৪।মঙ্গল
৫।বৃহস্পতি
৬।শনি
৭।ইউরেনাস এবং
৮।নেপচুন
প্রদত্ত গ্রহ ও উপগ্রহ মিলে সৌরজগৎ গঠিত।


Your Answer

17 + 19 =

error: Content is protected !!