গুগলে সার্চ করবো কিভাবে

আমার মনে হয় Internet ব্যবহারের আগেই অনেকে জেনে যায় Google নামে একটা কিছু আছে । আর আজ আমরা আলোচনা করব Google Search Engine এর ব্যবহার অর্থাৎ কিভাবে গুগলে সার্চ করবেন।


Google Search

 

গুগলে  কি খুজবেন ?

Google এ কোন কিছু খোজার পুর্ব শর্ত হল কি খুজবেন তা ঠিক করা (Internet connection লাগবে এই নিয়ে কেউ আবার চিল্লায়েন না)। আসলে আমরা গুগলকে প্রশ্ন করি আর গুগল আমাদের উত্তরের পথ গুলো দেখিয়ে দেয় এবং অনেক সময় সরাসরি উত্তর ও দেয়। তাই, কি জানতে চাই সেটা আগে ঠিক করা এবং সঠিক ভাবে ঠিক করাই হবে প্রথম কাজ, কারন সঠিক প্রশ্ন করতে না পারলে সঠিক উত্তর যে পাওয়া যাবেনা সেটা বলার অপেক্ষা রাখেনা।

ধরুন কেউ জানতে চান, Computer কি? “Computer কি” = “What is Computer”. Google এর Search box এ লিখুন What is Computer আর Enter চাপুন, দেখুন এর উত্তর সহ অনেক গুলো লিংক আপনার সামনে এসেছে। মাউসের রাইট বাটনে ক্লিক করে Open in new Tab এ ক্লিক করুন, কারন একটি উত্তরে আপনি নাও সন্তুষ্ট হতে পারেন। নতুন ট্যাব এ আপনার চাওয়া উত্তর পেলে তো ভালই, না পেলে আগের ট্যাব এ গিয়ে আবার অন্য লিংক ঘাটুন(একাধিক লিংক ঘাটাই ভাল, কারন এতে ধারনা গুলো যাচাই করা যায় এবং সঠিক সিদ্ধান্ত নেয়া যায়) আশা করি পেয়ে যাবেন ।

 

কিছুর সংজ্ঞা জানতে চাই

কোন কিছুর সংজ্ঞা জানতে সেই কিছুর আগে Define যোগ করুন, যেমন ধরুন আপনি জানতে চান Loop এর ডেফিনেশন । তো  Define loop লিখুন গুগলের সার্চ বক্সে আর চাপুন ইন্টার 😀 , What is Loop দিয়েও সার্চ করতে পারেন, অনেকটা কাছাকাছি ই উত্তর পাবেন ।

 

কিভাবে ব্যবহার করে (How to use !)

কিভাবে ব্যবহার করে জানতে লিখুন How to use. যেমন, How to use Loop. তবে এখানে একটা ফাক থেকেই গেল! কারন Loop অনেক যায়গায় ব্যবহার হয়, Programming Language এ হয় আবার Electronic Device এ ও ব্যবহার হয়। তাই আমরা যদি Search দেই “Hot to use Loop in PHP” তাহলে আমরা জানতে পারবো PHP তে Loop এর ব্যবহার। এক কথায়, আপনি যা জানতে চান তা যত সঠিক ভাবে জানতে চাইবেন, তত সঠিক উত্তর পাবেন। আজকাল বাঙলাতেও অনেক কিছুই পাওয়া যাচ্ছে । তাই কিভাবে দিয়েও শুরু করতে পারেন, যেমন : কিভাবে এক্সেল শিখবো  🙂

 

Tutorial চাই

কোন Tutorial চাইলে কিসের Tutorial চান তা লিখুন এবং কি ধরনের তাও লিখুন। যেমন, HTML tutorial চাইলে Google বুঝবেনা HTML এর কোন tutorial এবং কি ধরনের tutorial, তাই যদি Search দেই “HTML tutorial for beginner” তাহলে নতুন দের জন্য যে টিউটোরিয়াল উপযোগি তাই আসবে। সাথে যদি আরও যোগ করি “HTML video tutorial for beginner” তাহলে পাবো ভিডিও টিউটোরিয়াল। তবে একটা কথা, সব সময় সব কিছুরই যে উত্তর গুগলে পাওয়া যাবে এমনটা না। কেউ যদি আমাদের চাওয়া বিষয় গুলো কোন ওয়েব সাইটে লিখে থাকে এবং সেগুলো যদি বৈধ হয় তবে গুগল সেগুলোকে Index করে রাখে এবং Search Result হিসেবে দেখায়।

যদি কোন ওয়ার্ডপ্রেস প্লাগইন খুজতে চান, তাহলে সেই প্লাগইনের নাম টা জানুন এবং নাম এর শেষে wp plugin বা WordPress Plugin যোগ করে সার্চ করুন। আর যদি নাম না জানা থাকে তাহলে কোন ধরনের প্লাগইন চান, ঠিক করুন, যেমন ধরুন আমরা এমন একটি প্লাগইন চাই যেটা সাইটের টপ আর বটবে উঠানামা করতে সাহায্য করবে, তাহলে আমরা Scroll top bottom wp plugin দিয়ে সার্চ করতে পারি । একই ভাবে কোন থিম খুজতে থিমের নামের শেষে WP theme বা WordPress theme দিয়ে সার্চ করুন।

 

ডাউনলোড করতে হবে

কোন Application/Software ডাউনলোড করতে চাইলে সেইটার নাম লিখে সাথে Download যোগ করুন, যেমন “Download notepad ++”, পেয়ে যাবেন notepad ++ Text Editor এর ডাউনলোড লিংক।

কোন কোড বুঝতে না পারলে সেই কোড লিখেই সার্চ দিন। তাতেও অনেক সময় এর ব্যবহার সম্পর্কে জানা যায়। যেমন <?php get_header() ?> বুঝতে না পারলে সরাসরি এটাই লিখে সার্চ দেন, পেয়ে যাবেন এর ব্যবহার।

 

ঠিক বলেছে তো ?

কোন সাইট ভুল তথ্য ছড়াচ্ছে কিনা, বা যা অফার করছে সেটা কতটা ফেয়ার জানার জন্য Scam কি ওযার্ড ব্যবহার করা হয়। যেমন আমরা জানতে চাইবো কোন এরটি ওয়েবসাইটের কোন খারাপ রিপোর্ট আছে কিনা। কিংবা কোন একটি সার্ভিস সম্পর্কে কেউ কোন মন্তম্য লিকে রেখেছে কিনা ।  লিখুন is সার্ভিস নেম scam? সার্ভিস নেম এর জায়গায় বসিয়ে নিন যার সম্পর্কে জানতে চান  আর দেখুন কি তথ্য আসে। তবে একটা লিংক-এর লেখা দেখেই সিদ্ধান্ত নিবেন না। অনেক সময় সেই তথ্যটিও ভুল হতে পারে। খবরের কাগজের সব খবরই তো সঠিক হয়না যদিও সেখানে অনেক মনিটরিং হয়! তাই কয়েকটা লিংক ঘেটেই সিদ্ধান্ত নেয়া উচিৎ।

 

ছবি খুজবো কিভাবে !

কঠিন প্রশ্ন, কমন পড়েনি 😀 , হম যদি ছবিও খুজতে হয় তো খুজুন, গুগলের যে সার্চ বক্স এ আপনারা কি-ওয়ার্ড (যে শব্দ বা সব্দগুচ্ছ দিয়ে সার্চ করা হয় ) দিয়ে সার্চ করেন (সার্চ রেজাল্ট আসার পর উপরের দিকে থাকে ) সেখানে বক্সের নিচে দেখুন, ওয়েব (web ) এর পাশে চিত্র (Image) লেখা তে ক্লিক করুন । দেখবেন যে আপনার কি-ওয়ার্ড অনুসারে ইমেজ রেজাল্ট এসেছে আপনার সামনে । যদি এমন হয় যে আপনার কাছে একটি ছবি আছে কিংবা ফেসবুকে কেউ একটি ছবি দিয়ে বলল, যে এই সেই ছবি যেটা … আজকাল তো প্রায়ই ইস্পামার রা যার তার ছবি দিয়ে যা তা বলছে, আর আম জনতা সমানে লাইক আর শেয়ারে ভরিয়ে দিচ্ছে । খুজে বের করুন আসলে সেটি কোন ছবি ।

ছবি খোজার জন্য সেখানে সার্চ করছেন সেই বক্সের ডান পাশে একটি ক্যামেরা ছবি পাবেন, ক্লিক করুন। এবার আপনি ছবি আপলোড করার সুজোগ পাবেন । কিংবা ওয়েব থেকে কোন ছবির এড্রেস দিয়ে ও খোজা যায় ।

 

google image search

Google image search

 

কি? কিছু পাওয়া গেল ?

ভিডিও খুজবার জন্য চিত্রের পাসে ভিডিওতে ক্লিক করুন, আর খুজুন । সফল হোক আপনার খোজাখুজি, খুজতে থাকুন আর নতুন কে জানুন । সমস্যায় পড়লে আমাদের জানান 🙂  ভালো থাকবেন সবায়। ধন্যবাদ …

You may also like...

1 Response

  1. itdesh says:

    THANK YOU KHOB KAJER POST DILEN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!