কিভাবে ইউটিউবের history মুছে ফেলবেন
আপনি কি আইফোন বা অ্যান্ড্রয়েডে ইউটিউব history মুছে ফেলার উপায় খুঁজছেন? তাহলে আজ আমরা শিখাচ্ছি কিভাবে অ্যাপে ইউটিউব Search history মুছে ফেলতে হয়? কীভাবে গুগল ক্রোমে ইউটিউব history মুছতে হয়? কম্পিউটারে কীভাবে ইউটিউব history মুছতে হয়?
সমস্ত ধরণের ভিডিও দেখার জন্য সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন YouTube ব্যবহার করেন। আপনি যা দেখেন তা আপনার history-তে রেকর্ড করা হয়৷ কিন্তু আপনি চান না কেউ আপনার এই হিস্টোরিগুলো দেখুক। তাহলে শুধু পোস্টটি শেষ পর্যন্ত পড়ে যান। এই বিড়ম্বনা থেকে মুক্তি উপায় জেনে যাবেন আশা করি।
আমরা YouTube-এ যে ভিডিওগুলি দেখি মূলত সেগুলির ভিত্তিতেই নতুন ভিডিও প্রদর্শন করে। সেকারণে মাঝে মাঝে আপনার সার্চ হিস্টোরি মুছে ফেললে এই নতুন ভিডিওগুলির ধরন পরিবর্তন হয়।
আরো পড়ুন : YouTube ভিডিও ক্যাপশন বা CC এর ব্যবহার
আজ আপনাকে Android এ YouTube অ্যাপের সার্চ হিস্টোরি ডিলিট করার দুটি উপায় দেখাতে যাচ্ছি। দুটি উপায়ই সমানভাবে কার্যকর। এ পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি সকল হিস্টোরি সেটা যত পুরাতনই হোক না কেনো অনায়াসেই ডিলিট করে ফেলতে পারবেন।
ইউটিউব কি?
YouTube হল একটি ইন্টারনেট পোর্টাল এবং সামাজিক নেটওয়ার্ক যা এর ব্যবহারকারীদের ভিডিও আপলোড করতে এবং দেখতে উৎসাহিত করে। এই সামাজিক নেটওয়ার্কটি ফেব্রুয়ারী 2005 সালে তৈরি করেছিলেন চ্যাড হার্লি, স্টিভ চেন এবং জাভেদ করিম। তারা এর আগে পেপ্যালে একসাথে কাজ করতেন।
এটি মূলত সঙ্গীত ভিডিও, তথ্যচিত্র, সংবাদ, বিনোদনমূলক ভিডিও, শিক্ষামূলক ভিডিও ইত্যাদি দেখার পাশাপাশি আরো অনেক কাজেই ব্যবহার করা হয়।
কিভাবে ইউটিউব সার্চ হিস্টোরি একটি একটি করে ডিলিট করবেন মোবাইলে ?
আমাদের দুই পদ্ধতির এটি প্রথম। যদি আমরা অ্যাপটির কিছু অটোমেটিক সাজেশন রাখতে চাই, তাহলে সব হিস্টোরি ডিলিট না করে এভাবে একটি করে ডিলিট করাই ভালো। উদাহরণস্বরূপ, যদি আমরা প্রযুক্তির ভিডিওতে আগ্রহী হই, তাহলে আমাদের সেই বিষয় সম্পর্কিত সার্চ হিস্টোরিগুলো মুছে ফেলা উচিত নয়।
পৃথকভাবে যেকোনো সার্চ হিস্টোরি ডিলিট করতে আমাদের নিচের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:
১. YouTube সার্চ বারে যান৷
২. এখানে আপনি আপনার সার্চ লিস্ট দেখতে পাবেন। প্রতিটি সার্চের বাম দিকে প্রদর্শিত ঘড়ি আইকনটি এক সেকেন্ড চেপে ধরুন।
৩. এখন একটি নতুন উইনডো আসবে। সেখানে Remove এ ক্লিক করুন। তাহলে হিস্টোরিটি ডিলিট হয়ে যাবে।
ইউটিউব সার্চ হিস্টোরি ডিলিটের সবচেয়ে সহজ ও দ্রুত উপায় এটি। যদি আপনি আপনার কিছু কিছু সার্চ হিস্টোরি ডিলিট করতে চান তাহলে এটাই সবচেয়ে ভালো ও সহজ উপায় হবে।
________________________________________
মোবাইল ডিভাইসে YouTube এর সব হিস্টোরি একসাথে কীভাবে ডিলিট করবেন?
কীভাবে একটি একটি করে সার্চ হিস্টোরি ডিলিট করা যায় তা আমরা ইতোমধ্যে শিখে ফেলেছি। কিন্তু আপনার যদি সবগুলো হিস্টোরি একেবারে মুছে ফেলার প্রয়োজন হয়? তখন কীভাবে YouTube হিস্টোরি ডিলিট করবেন? চিন্তার কিছু নেই। আপনাকে শুধু নিচের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:
১. মোবাইল ডিভাইসে Youtube অ্যাপ্লিকেশনটি খুলুন।
২. আপনার গুগল একাউন্ট দিয়ে যদি লগ ইন করা না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। ইউটিউব হিস্টোরি মুছে ফেলার জন্য এটি অবশ্য প্রয়োজনীয়।
৩. স্ক্রিনের উপরের ডানদিকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন।
৪. ড্রপডাউন মেনুগুলো হতে “Settings” মেনুতে ক্লিক করুন।
৫. সেখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান হতে “History and privacy” অপশনে ক্লিক করুন।
৬. এরপর আপনি “Clear watch history” ও “Clear search history” নামে দুটি অপশন দেখতে পাবেন।
৭। একে একে দুটি অপশনেই ক্লিক করুন। অপশনগুলোতে ক্লিক করার পর আপনার Watch history ও Search history ডিলিটের পূর্বে কনফার্ম করতে বলবে। তখন “Clear watch history” বা “Clear search history” তে পুনরায় ক্লিক করুন। তাহলেই আপনার হিস্টোরি পুরোপুরি ডিলিট হয়ে যাবে।
এতো গেলো মোবাইলে ইউটিউব হিস্টোরি ডিলিটের উপায়। আসুন এবার জেনে নেই কীভাবে কম্পিউটারে ইউটিউব হিস্টোরি মুছে ফেলা যায়?
পিসিতে ইউটিউব ইতিহাস মুছে ফেলার জন্য নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ
১. আপনার ব্রাউজারে Youtube এ যান এবং লগ ইন করুন।
২. বাম দিকে নিচের ছবিতে দেখানো আইকনে ক্লিক করুন। আপনি বেশ কয়েকটি অপশনসহ একটি মেনু দেখতে পাবেন।
৩। এর মধ্যে থেকে “History” অপশনে ক্লিক করুন।
৪. সেখান থেকে “CLEAR ALL WATCH HISTORY” অপশনে ক্লিক করুন।
৫. এরপর কনফার্ম করতে পুনরায় “Clear watch history” অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার হিস্টোরি পুরোপুরি ডিলিট হয়ে যাবে।
এভাবেই আপনি খুব সহজে মোবাইল ও কম্পিউটার থেকে ইউটিউবের যাবতীয় হিস্টোরি মুছে ফেলতে পারেন।
তবে একটি বিষয় জেনে নেওয়া ভালো, আপনি যদি ইউটিউবে পুরো সার্চ এবং ওয়াচ হিস্টোরি মুছে ফেলেন তাহলে এটি YouTube-এর ভিডিও সুপারিশগুলিকে আর আপনার পছন্দ মতো দেখাবে না। কারণ ইউটিউব আর জানবে না আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন।