মাইক্রোসফট ওয়ার্ডে অটো কারেকশন বন্ধ করা – Auto Correction
বিজয় কিবোর্ড এ বাংলা লিখতে গিয়ে অনেকেই ঝামেলায় পড়েন বাংলা ওয়ার্ড পরিবর্তনের কারনে । আর এই নিয়ে বেশ কয়েকটি কমেন্ট আসায় আজ আমরা আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে অটো কারেকশন বন্ধ করা যায়। Auto Correction MS Word এর একটি ডিফল্ট ফিচার যা আমাদের ছোট খাটো ওয়ার্ড সংক্রান্ত ভুলগুলো একাই ঠিক করে । সেটি ইংরেজির জন্য ঠিক আছে ।
কিন্তু আমরা বিজয় কিবোর্ড ব্যবহার করে যা লিখি তাতে বেশকিছু ইংরেজি বর্ণ থাকে, এবং সেগুলো যদি কোন ইংলিশ ওয়ার্ড এর সাথে মিলে যায় , তখন Word Program সেটিকে ঠিক করে নেয় । যার জন্য এই সমস্যা । তো চলুন দেখে নেয়া যাক ওয়ার্ডে অটো কারেকশন বন্ধ করার ধাপ গুলো ।
অটো কারেকশন বন্ধ Word 2010 বা পরের গুলোর জন্য:
মাইক্রোসফট ওয়ার্ড 2010, 2013 কিংবা 2016, আসলে ২০১০ এর পরের ভার্সন গুলোর অটো কারেকশন পরিবর্তন করার পদ্ধতি একি রকম। তো প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন।
- এবার সেখান থেকে File ট্যাব এ ক্লিক করুন (উপরের দিকে বাম পাশে থাকে )।
- File থেকে Options এ ক্লিক করুন ( একদম নিচের দিকে আছে )।
- এবার আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে Proofing লেখা অপশনে ক্লিক করুন।
- এরপর Auto Correct Options..buttons লেখাই ক্লিক করুন।
উপরের ছবিটিতে দেখুন। অটো কারেকশন পরিবর্তন করার জন্য উপরের অংশে Show Auto Correct Options buttons লেখা অপশন বাদ দিয়ে। নিচের সব অপশনের টিক চিহ্ন উঠিয়ে দিন। নিচের অংশে Ok লেখা বাটন আছে, সেখানে ক্লিক করুন। auto correction off হয়ে যাবে।
উপরের নিয়ম অনুসারে Microsoft Word 2007 বা 2003 এর অটো কারেকশন পরিবর্তন করে নিতে পারবেন না। নিচে সেগুলোর জন্য ও দেখানো হল।
Microsoft Word 2007:
মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এর ক্ষেত্রে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন।
- এরপর উপরের বাম দিকের কোনায় Office বাটনে ক্লিক করুন।
- এবার সেখান থেকে Options এ ক্লিক করুন।
- ক্লিক করার পর একটি উইন্ডো দেখতে পাবেন। এরপর সেখানে Proofing লেখা ক্লিক করুন।
- এবার Auto Correct Options লেখা দেখা যাবে, সেখানে ক্লিক করুন।
Microsoft Word 2003:
মাইক্রোসফট ওয়ার্ড ২০০৩ এর অটো কারেকশন পরিবর্তন করার জন্য প্রথমে ওয়ার্ড ওপেন করুন।
- এবার সেখান থেকে Format এবং AutoFormat লেখা বাটনে ক্লিক করুন।
- এরপর Options..buttons এ ক্লিক করুন।
- ক্লিক করার পর আপনার সামনে একটি উইন্ডো দেখা যাবে। সেখানে AutoCorrect tab এ ক্লিক করুন।
ভাই এসবের পরেও তো র লিখলে ও হচ্ছে।যেমন যদি বার লিখি তো বাও হচ্ছে।বারবার একটায় প্রবলেম।
আমার এখানেতো কাজ করছে । আমি বিজয়ের একাত্তর ব্যবহার করছি । অন্য গুলোতেও কাজ করবার কথা। আপনি বিজয়ের কোন ভার্সন ব্যবহার করছেন একটু জানাবেন ।
ধন্যবাদ ভাই
ভাই আমি বিজয় ব্যবহার করছি কিন্তু চিহ্ন শব্দটি লিখতে চাইলে হচ্ছেনা কেন? লিখলে ভাষা পরিবর্তন হয়ে যায়।
ভাষা পরিবর্তন হয়ে কি আসে ? ফন্ট ঠিন না থাকলে বাংলা আসবেনা বিজয় এ । আর অটো কারেকসন এর কারনে বর্ণ বদল হয়ে যায় । আপনার ঠিক কি হচ্ছে বিস্তারিত জানালে ভালো হতো । আর যুক্ত বর্ণ লিখতে সমস্যা হলে দেখে নিতে পারেন কিভাবে বিজয় এ যুক্ত বর্ণ লিখতে হয়
microsoft word 2003 er sokol tutorial pls
Old Version , please update at-least office 2007
Thank you so much
ভাই আমার এখানে বল্ড দিলে ক্ষ বানান বা রু বানান অন্য রকম হয়ে যায়।
ভাই, আটো কারেশন অফকরে দেখেন । যদি তাতেও সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি বাংলা লেখার জন্য কোন সফ্টওয়ার ব্যবহার করছেন এবং কোন ভার্সন ও অফিস প্রোগ্রাম ও উইন্ডোজ এর ডিটেল জানান ।
ভাই ‘হ্ম’ কোনো ভাবেই লিখতে পারছি না। আমি অফিস ১০ এবং বিজয় বায়ান্নো ব্যবহার করি। অটো কারেক্ট অফ করে দিলেও সমস্যা দেখা দেয়।
same problem bro, What happened
কর্ম (রেফ) লিখতে পারছি না। রেফ দিলেই এমন হয়ে যায় : কপি রাইটের চিহৃ চলে আসে
অফিস-২০০৭ ব্যবহার করছি। ইদানিং লেখা এলোমেলো হয়েছে যাচ্ছে। মানে আগের লেখো পরে-পরের লেখা আছে , সমাধান দিন ,