গুরুত্বপুর্ণ ওয়েব ব্রাউজার শর্টকাট সম্পর্কে জেনে নিন
দ্রুতো গতির ব্রাউজিং এর জন্য ব্রাউজিং এর সটকাট এর বিকল্প নাই । আর আমাদের আলোচনায় থাকছে গুরুত্বপুর্ণ ওয়েব ব্রাউজার শর্টকাট যা আপনার ব্রাউজিং এর গতি অনেক খানি বড়িয়ে দেবে ।
কম্পিউটারে আমরা ইন্টারনেট ইউজ করবার জন্য অনেকেই অনেক ধরনের ওয়েব ব্রাউজার ব্যাবহার করে থাকি। যেমন: Mozilla Firefox, Google Chrome, Internet Explorer, UC Browser সহ অনান্য ওয়েব ব্রাউজার। মোটামুটি অনেকেই ওয়েব ব্রাউজার চেনে এবং জানে। আপনাদের কাজকে আরও বেগবান করতে আমরা আজকে গুরুত্বপুর্ণ ওয়েব ব্রাউজার শর্টকার্ট সম্পর্কে আলোচনা করবো। তো চলুন দেখে নেয়া যাক গুরুত্বপুর্ণ ওয়েব ব্রাউজার শর্টকাট …
ওয়েব ব্রাউজার শর্টকাট
নিচে পরিচিত ওয়েব ব্রাউজার গুলোর কিবোর্ড শর্টকাট দেয়া হল
- Ctrl+T কি চেপে ধরে নতুন ট্যাব খোলা যায়।
- Ctrl+N কি প্রেস করে নতুন উইন্ডো খোলা যায়।
- Ctrl+Shift+N কি প্রেস করে New Incognito কিংবা উইন্ডোজ খোলা যায় Google Chrome Browser এ।
- Ctrl + Shift + P কি প্রেস করে Firefox Browser এ নতুন Private Window খোলা যায় ।
- Ctrl+S কি প্রেস করে ওয়েব পেজ সেভ করা যায়।
- Ctrl+C প্রেস করে Selected Text Copy করা যায় ।
- Ctrl+H কি প্রেস করে ওয়েব ব্রাউজারে হিস্ট্রি দেখা যায়।
- Ctrl+F কি প্রেস করে কোন ওয়ার্ড খোঁজা যায় ।
- Ctrl+J প্রেস করে ডাউনলোড হিস্ট্রি দেখা যায়।
- Shift+Esc কি প্রেস করে Task Manager ওপেন করা যায় Google Chrome Browser এ।
- Ctrl+shift+Del কি প্রেস করে ক্লিয়ার ব্রাউজার ডাটা ওপেন করা যায়।
- Ctrl + Tab চেপে Tab গুলো সুইচ করা যায় ।
- Ctrl + Shift + T চেপে মাত্র ক্লোজ করা ট্যাব আবার ওপেন করা যায়।
- Ctrl + P চেপে ওয়েব পেজ Print করা যায ।
- Ctrl+U চেপে ওয়েব পেজে View Source দেখা যায়।
- Ctrl+Shift+I চেপে Developer Tools দেখা যায়।
- Ctrl+L চাপলে এড্রেস বারে কার্সর চলে যায় এবং এড্রেস লেখা যায়।
- F11 চাপলে ফুল স্ক্রীন হয় এবং বের হওয়া যায়।
- Ctrl +D চেপে বুকমার্ক অ্যাড করা যায়।
- Ctrl + R অথবা F5 প্রেস করেলে পেজ Reload হয়।
গুরুত্বপুর্ণ ওয়েব ব্রাউজার শর্টকাট আমরা উপরে তুলে ধরবার চেষ্টা করেছি । আরো কিছু জানার থাকলে নিচে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না । আমরা চেস্টা করবো সেগুলো আলোচনা নিয়ে আসতে । আশা করছি নিচের রিলেটেড পোস্টে পেয়ে যাবেন আরো কিছু প্রয়োজনীয় ব্রাউজার টিপস ।