উইন্ডোজ 7 এ ফোল্ডার লোকেশন

উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম এড্রেস বারে বর্তমান ফোল্ডারের সম্পূর্ণ location দেখায় না। আপনি যদি একটি ফোল্ডার বা ফাইলের সম্পূর্ণ location পেতে চান, তাহলে নীচের পদ্ধতি যথাযথ অনুসরণ করুন।


একটি ফোল্ডারের লোকেশন খুঁজে পেতে ফোল্ডারটিতে রাইট ক্লিক করুন।

তারপর Open folder location অপশনে ক্লিক করুন।

open folder location

open folder location

তাহলে ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এবার নিচের ছবিতে দেখানো জায়গায় রাইট ক্লিক করুন।

Copy address

Copy address

তারপর Copy address এ ক্লিক করুন। তাহলে লোকেশনটি কপি হয়ে যাবে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!