এইচ এস সি রেজাল্ট ২০২২ কিভাবে দেখবো , কবে দিবে
এইচ এস সি রেজাল্ট ২০২২ কিভাবে দেখবো সেটা নিয়েই এবারের আয়োজন । আর এইচ এস সি ফলাফল ২০২২ কবে দিবে সেটার তারিখ ও প্রকাশ করা হয়েছে । আসছে আগামি ১৪ই ফেব্রুয়ারী HSC 2022 ফলাফল প্রকাশ করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে সবকটি বোর্ড এর জন্য । অফিশিয়ালি ১৪/০২/ ২০২২ এর এইচ এস সি ও আলিম এর ফলাফল প্রকাশের তারিখ ঘষনা করা হয়েছে । তো চলুন দেখে নেই কিভাবে এইচএসসি ২০২২ ফলাফল দেখা যায় SMS কিংবা ওয়েব থেকে ।
বাংলাদেশে মোট শিক্ষা বোর্ড ৯টি এবং সে গুলো নিচে দেয়া হল । আলাদা বোর্ড এর জন্য রেজাল্ট দেখার জন্য কোড বব্যহার করতে হয় SMS এর মাধ্যমে ফলাফল নেবার জন্য ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সমূহ
শিক্ষাবোর্ড এর নাম | বোর্ড কোড |
---|---|
ঢাকা শিক্ষাবোর্ড | Dhk |
চট্টগ্রাম শিক্ষাবোর্ড | Chi |
কুমিল্লা শিক্ষাবোর্ড | Com |
বরিশাল শিক্ষাবোর্ড | Bar |
যশোর শিক্ষাবোর্ড | Jes |
সিলেট শিক্ষাবোর্ড | Syl |
রাজশাহী শিক্ষাবোর্ড | Raj |
দিনাজপুর শিক্ষাবোর্ড | Din |
কারিগরি শিক্ষাবোর্ড | Tec |
মাদ্রাসা শিক্ষাবোর্ড | Mad |
এইচ এস সি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম
আগেই বলেছি ফলাফল দেখা যায় ওয়েব কিংবা এস এম এস এর মাধ্যমে । শুরুতেই দেখি ওয়েব থেকে কিভাবে আপনি বের করতে পারেন HSC রেজাল্ট ।
- ঢাকা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২২
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২২
- কুমিল্লা বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২২
- বরিশাল বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২২
- যশোর বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২২
- সিলেট বোর্ডের এইচ.এস.সি ফলাফল ২০২২
- রাজশাহী বোর্ড এর এইচএসসি রেজাল্ট ২০২২
- দিনাজপুর বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২২
- কারিগরি বোর্ডের রেজাল্ট ২০২২
- মাদ্রাসা বোর্ড এর আলিম ফলাফল ২০২২
- এইচ এস সি বিএম ফলাফল ২০২২
সকল বোর্ড এর রেজাল্ট ওয়েবে পাবার জন্য http://www.educationboardresults.gov.bd/ ওয়েব সাইট টিতে আপনাকে যেতে হবে । এবার সেখানে প্রবেশ করতে পারলে নিচের মতো দেখাবে ।
এবার সবগুলো ফিলড যেমন প্রথম ঘর টিতে আপনি ঠিক করে দিন HSC/Alim এবং এর পরের ঘরে নির্বাচন করুন পরীক্ষার বছর । এর পরের ঘরে, অর্থাৎ রোল এর ঘরে আপনার রোল নাম্বার ও এর পরের ঘরে রেডিস্ট্রেশন নাম্বার দিন । সব শেষে ছোট্ট যোগ টি করে ফেলুন এবং Submit বাটন এ চাপ দিন । সবকিছু ঠিক থাকলে এবং সাইটের লোড ঠিক থাকলে আপনি পেয়ে যাবেন রেজাল্ট মার্কসিট সহ ।
এবার চলুন দেখা যাক SMS এর মাধ্যমে কিভাবে এইচএসসি ফলাফল বের করবেন সেই ধাপ গুলো ।
SMS এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট বের করা
এসএমএস এর মাধ্যমে ফলাফল নেবার জন্য আপনাকে মেসেজ পাঠাতে হবে ১৬২২২ নাম্বার এ একটি ফরম্যাট মেনে যেমনঃ
HSC Dha xxxxxx 2019 যেখানে Dha হলো ঢাকা বোর্ড এর সংক্ষিপ্ত রুপ আর xxxxxx হল আপনার রোল নাম্বার । এর পর এটি পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বার এ । আপনার বোর্ড এর সংক্ষিপ্ত রুপ পেতে উপরের বোর্ড এর লিসট টি একবার দেখে নিন ।
HSC Dha xxxxxx 2019
সাধারনত দুপুর ১২ টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়, কখন ও বা বেলা ২ টা ও বাজে । আর আপনি এসএমএস এর মাধ্যমে ফলাফল নিতে গেলে প্রতি sms এর চার্জ কাটবে ২ টাকা করে ।
ধন্যবাদ HSC ফলাফল এর বিস্তারিত দেবার জন্য ।