ওয়েব ব্রাউজারে একাধিক জিমেইল আইডি অ্যাড করবো কিভাবে
একাধিক জিমেইল থাকতেই পারে । এবার একই সাথে সবগুলো জিমেইল এর ইমেইল একাউন্ট কিভাবে একই ওয়েব ব্রাউজার এ ব্যবহার করবেন সেটি আমাদের আজকের আলোচনার বিষয় । সে ইমেইল গুলো লগআউট না করলে থেকেই যাবে একসাথে লগইন হয়ে আপনার ওয়েব ব্রাউজার এ । তো চলুন দেখে নেয়া যাক ওয়েব ব্রাউজারে একাধিক জিমেইল আইডি অ্যাড করবো কিভাবে ।
Web Browser এ একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার
ওয়েব ব্রাউজারে একাধিক জিমেইল আইডি ব্যবহার করবার জন্য আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট লগইন করুন । এবার আপনার ইমেইল যে ট্যাব এ ওপনে করেছেন, সেটির ডান পাশে উপরের কোনার দিকে দেখুন ।
জিমেইল অ্যাকাউন্ট লগইন করার পর উপরের ছবিটির ডান পাশের মতো লাল দাগ করা i কিংবা আপনার ক্ষেত্রে আপনার ছবি অথবা আপনি জিমেইল অ্যাকাউন্ট যে নামে খুলছেন, সেই নামের প্রথম অক্ষর দেখা যাবে, এবার সেখানে ক্লিক করুন ।
ক্লিক করার পর উপরের ছবিটির মতো বেশ কিছু অপশন দেখা যাবে। এবার সেই পেজ থেকে এক সাথে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্রাউজারে অ্যাড করার জন্য উপরের ছবিটির বাম পাশে লাল দাগ করা Add account লেখায় ক্লিক করুন । Add account এ ক্লিক করলে নিচের ছবিটির মতো পেজ দেখা যাবে ।
এরপর সেখান থেকে উপরের লাল মার্ক করা Use another account অপশন দেখা যাবে, সেটিতে ক্লিক করুন । ক্লিক করার পর আপনি চলে যাবেন পরের স্টপে ।
সেখানে উপরের ছবিটির মতো পেজ চলে আসবে। এরপর সেই পেজ এ উপরের লাল দাগ করা অংশে ইমেইল অ্যাকাউন্ট দিন । ইমেইল অ্যাকাউন্ট দেওয়ার পর উপরের ছবিটির নিচের দিকে লাল দাগ করা NEXT লেখা বাটনে ক্লিক করুন । এরপর নিচের অংশে দেখুন,
NEXT লেখা বাটনে ক্লিক করলে, ইমেইল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড চাইবে । আপনি আপনার ইমেইল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড উপরের লাল দাগ করা Enter your password লেখা ঘরে বসে দিন । পাসওয়ার্ড বসানোর পর নিচের উপরের ছবিটির নিচের দিকে লাল করা NEXT লেখা বাটনে ক্লিক করুন । ক্লিক করার পর আপনার ইমেইল অ্যাকাউন্ট ব্রাউজারে লগইন হয়ে যাবে ।
একাধিক জিমেইল অ্যাকাউন্ট সুইচ করা
উপরের ছবিটিতে দেখুন । অ্যাড হওয়া জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য উপরের ছবিটির উপরের দিকে লাল মার্ক করা icon দেখা যাবে, সেটিতে ক্লিক করুন । ক্লিক করার পর উপরের ছবিটির মতো পেজ দেখা যাবে, সেখানে আপনার লগইন করা জিমেইল আইডিগুলো দেখা যাবে । আপনি সেখান থেকে প্রয়োজন মতো জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে নিতে পারেন । এই ভাবে আপনি ওয়েব ব্রাউজার একধাকি অ্যাকাউন্ট একসাথে ব্যবহার করতে পারেন ।
নতুন ট্যাব এ নিতে চাইলে ইমেইল এর লিস্ট এর যে ইমেইল টি নতুন ট্যাব এ ওপেন করতে চান, তার উপরে রাইট ক্লিক করে Open link in New Tab এ ক্লিক করুন । দেখবেন যে পাশাপাশি আপনি একাধিক ইমেইল আইডি লগইন করে ব্যবহার করতে পারছেন ।
Best