মানুষের পঞ্চইন্দ্রিয়ের নাম কি?

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানমানুষের পঞ্চইন্দ্রিয়ের নাম কি?
Ziaur asked 4 years ago


1 Answers
Ziaur answered 4 years ago

আমরা ইন্দ্রীয়ের মাধ্যমে  জগৎকে বোঝা ও অনুভব করে থাকি। মূলত পাচটি ইন্দ্রীয়ের মাধ্যমে এই কাজগুলো করে থাকি। ইন্দ্রীয়গুলো হলো স্বাদ, গন্ধ, স্পর্শ, শ্রবণশক্তি এবং দর্শন অঙ্গ হিসাবে পরিচিত পাঁচটি সনাতন ইন্দ্রিয় রয়েছে।


আমাদের  শরীরের প্রতিটি সংবেদনশীল অঙ্গ থেকে উদ্দীপনা বিভিন্ন পথের মাধ্যমে মস্তিষ্কের বিভিন্ন অংশে রিলে হয়। পেরিফেরাল স্নায়ুতন্ত্র থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সংবেদনের তথ্য সঞ্চারিত হয়। থ্যালামাস নামক মস্তিষ্কের একটি কাঠামো বেশিরভাগ সংবেদনশীল সংকেত গ্রহণ করে এবং প্রক্রিয়া করার জন্য সেরিব্রাল কর্টেক্সের উপযুক্ত অঞ্চলে তাদের পাস করে।

Your Answer

10 + 0 =

error: Content is protected !!