Windows storage Sense কি এবং কিভাবে কাজ করে ?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারWindows storage Sense কি এবং কিভাবে কাজ করে ?
Amanullah asked 1 year ago


1 Answers
Md Shariar Sarkar Staff answered 1 year ago

Windows Storage Sense কি ?

Windows Storage Sense হল উইন্ডোজ এর একটি সাইলেন্ট এসিসটেস্ট সিসটেম (নীরব সহকারী) যা OneDrive-এর সাথে কাজ করে স্বয়ংক্রিয়ভাবে C Drive এর স্থান খালি করার জন্য স্থানীয়ভাবে উপলব্ধ ফাইলগুলি তৈরি করে যা আপনি আর অনলাইনে ব্যবহার করছেন না। এটি Windows 10 এ আছে।


Storage Sense কিভাবে কাজ করে ?

উইন্ডোজ স্টোরেজ সেন্স কম্পিউটার এর অপ্রয়োজনীয় টেম্প ফাইল গুলো অটো ডিলিট করে । এটি ওয়ান ড্রাইভের যে ফাইলো গুলো আপনি ব্যবহার করছেনা , সেগুলোর ক্ষেত্রে শুধু লিংক রাখে আপনার কম্পিউরাট এ । এবং যখন আপনি ব্যবহার করতে চান সেই ফাইল গুলো, সে নেট থেকে ডাউনলোড করে নিয় ।

আবার ওয়ান ড্রাইভের যে ফাইল গুলো কোন এক সময় ব্যবহার করেছিলেন, কিন্তু ব্যবহার করছেন না, সে অটো সেগুলো ডিলিট করে লিংক তৈরি করে আপনার পিসির জায়গা খালি করে রাখে । আবার আপনি যখন সেই ফাইল গুল ব্যবহার করেন, নেট থেকে নামিয়ে নেয় ।

Windows Storage Sense কিভাবে একটিভ করবেন ?

Start এ ক্লিক করে সার্চ বক্স এ লিখুন “Storage settings” এবং এটি ওপনে করে নিন ।

Windows Storage settings

Windows Storage settings

এর পর এটি অন করে নিন, বাই ডিফল্ট অফ থাকে ।

Activate storage sense

Activate storage sense

আরো কনফিগার করতে চাইলে Configure Storage sense or run it now এ ক্লিক করুন ।

Configure storage sense or run it now

Configure storage sense or run it now

এর পর আপনার প্রয়োজন মতো কনফিগার করে নিন।

configure storage sense

configure storage sense

 

Your Answer

7 + 13 =

error: Content is protected !!