MAC Address – ম্যাক এড্রেস এর ফুল ফর্ম
ম্যাক এড্রেস ( MAC Address ) বলতে আসলে বিভিন্ন ডিজিটাল স্মার্ট ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল ফোন, টিভি, রাউটার কিংবা প্রিন্টার ইত্যাদির হার্ডওয়ার ( Hardware ) এড্রেস কে বোঝায় । একে ফিজিক্যাল এড্রেস (Physical Address) ও বলা হয় । এটি প্রতিটি ডিভাইস ভেদে আলাদা হয় এবং MAC Address এর ফুল ফর্ম হচ্ছে Media Access Control Address. এটি প্রতিটি ডিজিটাল ডিভাইস কে আলাদা ভাবে চিনে নিতে সাহায্য করে । MAC Address হয় দুটি করে নাম্বার নিয়ে আটটি অংশে এবং নাম্বার গুলো হয় Hexadecimal Number System এ (0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F) । উদাহরন হিসেবে C4-65-22-D0-11-CD-BB-EE একটি ম্যাক এড্রেস ।
অনেক সময় একটি ডিভাইসেই অনেকগুলো ম্যাক এড্রেস থাকতে পারে যেমন স্মার্ট ফোনে WiFi MAC Address এবং Bluetooth Address থাকতে পাবেন। আপনার Android Phone এর Settings থেকে About Phone এ গিয়ে Status এ চাপনু , দেখবেন পেয়ে যাবেন আপনার ফোনের ম্যাক এড্রেস। এখানে আপনি আপনার ফোনের IP Address ও পেয়ে যাবেন ।
আর যদি আপনার PC বা Laptop এর ম্যাক এড্রেস দেখতে চান তো RUN এ গিয়ে cmd লিখে Enter চাপনু (উউন্ডোজ অপারেটিং সিস্টেম এর ক্ষেত্রে ) । দেখবেন কালো একটি স্ক্রিন আপনার সামনে হাজির । যেখানে কার্সর লাফাবে সেখানে লিখুন getmac এবং Enter চাপুন ।
দেখবেন আপনার সামনে হাজির আপনার কম্পিউটার এর সবকটি ম্যাক এড্রেস ।
তো এখন এ পর্যন্তই 🙂 আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভালো থাকবেন । ধন্যবাদ …
Akash