লেজার প্রন্টার ও ডট প্রন্টার এর সুবিধা অসুবিধা গুলো কিকি ?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারলেজার প্রন্টার ও ডট প্রন্টার এর সুবিধা অসুবিধা গুলো কিকি ?

নতুন প্রিন্টার নেবার আগে লেজার প্রন্টার ও ডট প্রন্টার এর সুবিধা অসুবিধা গুলো কিকি জানতে চাই । আমার প্রতিদিন একটা বা দুইটা করে পেজ প্রিন্ট লাগে ।


2 Answers
Md Shariar Sarkar Staff answered 2 months ago

ডট প্রিন্টার এর সুবিধা আসুবিধা

ডট প্রিন্টার দামে কম হবার কারনে অনেকেই এটি কিনেন প্রথম ব্যবহার এর ক্ষেত্রে। আর এটি দিয়ে সহজেই কম খরচে কালার প্রিন্ট করা যায় ।


ডট প্রিন্টার এর সুবিধা গুলো

  • দামে কম এবং কালার প্রিন্ট করা যায় কম খরচে
  • কম বিদ্যুৎ খরচ হয়

দাম কম হওয়াটা একটা বড় সুবিধা হলেও এর বেশ কিছু অসুবিধা আছে যেমন

  • ডট প্রিন্ট এ প্রিন্ট করা কাগজ গুলো বেশিদিন সংরক্ষন করা যায়না এবং এতে পানি পড়লে লেখা গুলো নষ্ট হয়ে যায় ।
  • এর কালির টোনার ছোট হওয়ায় খুব দ্রুত কালি শেষ হয়ে যায়, যদিও এখন বাইরে আলাদা করে কালির ড্রাম সেট করা যায় ।
  • এই প্রিন্টার এর নিব বা হেড সহজেই জ্যাম হয়ে যায় এবং কিছুদিন ফেলে রাখলে প্রিন্টার এর হেড শুখে যায় ।
  • প্রিন্টার এর দম কম হলেও কালি ও টোনার এর কথা চিন্তা করলে প্রিন্টিং খরচ একটু বেশি ।

লেজার প্রিন্টার এর সুবিধা আসুবিধা

লেজার প্রিন্টার এর সুবিধা গুলো

  • মেইনটেনেন্স খরচ অনেক কম
  • একবার কালি ভরলে অনেকগুলো পেজ প্রিন্ট করা যায়
  • প্রিন্ট করা পেজ গুলো হিট দিয়ে প্রিন্ট হয় বলে অনেক দিন সংরক্ষন করা যায় ।

লেজার প্রিন্টার তুলোনামুলোক ভাবে একটু দামে বেশি এবং এর কিছু অসুবিধাও আছে

  • হিট দিয়ে প্রিন্ট হয় বলে বিদ্যুৎ খরচ বেশি হয়
  • কালার প্রিন্টার এর দাম অনেক বেশি

Polash answered 2 months ago

অনেক সুন্দর ব্যখ্যা করেছেন, ধন্যবাদ প্রিন্টার নির্বাচন এর আগে এই রকম একটি সাজেশন দেবার জন্য ।


Your Answer

7 + 0 =

error: Content is protected !!