Chrome ব্রাউজারে History ডিলিট করার উপায়

আমরা যখন ব্রাউজারে কোন কিছু সার্চ করি বা ব্রাউজ করি, তখন ব্রাউজার তার একটি বিবরন তৈরি করে থাকে। আবার ব্রাউজারে পরবর্তীতে কোন কিছু সার্চ করতে গেলে ব্রাউজার সেই History কিংবা ইতিহাস নিচের দিকে প্রর্দশন করে। আপনারা চাইলে কোন দিন কোন ওয়েব পেজ ব্রাউজারে ভিজিট করেছেন তা ব্রাউজার History থেকে দেখে নিতে পারেন। এর আগের আলোচনায় আমরা দেখিয়েছি কিভাবে Firefox ব্রাউজার History ডিলিট করা যায়, আজকে তারই আলোকে দেখাবো কিভাবে Chrome ব্রাউজার থেকে History ডিলিট করা যায়। তো চলুন নিচের অংশে দেখে নেই।


Chrome ব্রাউজার History ডিলিট

Chrome Browser History Delete করার জন্য করার জন্য প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে Google Chrome Web Browse ওপেন করুন।

chrome browser open

chrome browser open

Chrome ব্রাউজার ওপেন করার পর উপরের ছবিটির ডান পাশে উপরের দিকে লাল মার্ক করা তিনটি আইকন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করুন। ক্লিক ক্লিক করার পর নিচের দিকে বেশ কিছু অপশন দেখা যাবে। এবার সেখান থেকে লাল লাল মার্ক করা History লেখা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবিটির মতো পেজ চলে আসবে।

clear browsing data

clear browsing data

উপরের ছবিটিতে দেখুন। সেখান ডান পাশে বেশ কিছু History দেখা যাচ্ছে, আপনি চাইলে সেখান থেকে এক এক করে হিস্ট্রি সিলেক্ট করে ডিলিট করতে পারেন।

আগের হিস্ট্রি ডিলিট করার নিয়ম

অথবা আপনি যদি Chrome ব্রাউজার থেকে এক ঘণ্টা, এক দিন, লাস্ট সাত দিন আগের কিংবা চার সপ্তাহ আগের না Chrome ব্রাউজার থেকে সর্ম্পন হিস্ট্রি ডিলেট করতে চান, সেক্ষেত্রে উপরের ছবিটির বাম পাশে লাল মার্ক করা Clear browsing data লেখা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবিটির মতো ট্যাব ওপেন হবে।

chrome clear data

chrome clear data

ক্রম ব্রাউজারে Time range হিস্ট্রি ডিলেট করার জন্য উপরের ছবিটিতে লাল মার্ক করা পাঁচটি অপশন দেখা যাচ্ছে। আপনি সেখান থেকে ডিলিট করতে পারেন।

আপনি যদি এক ঘন্টা আগের ব্রাউজার হিস্ট্রি ডিলিট করতে চান সেক্ষেত্রে Last hour লেখা অপশন সিলেক্ট করুন। এক দিনের History ডিলেট করার জন্য Last 24 hours, সাত দিন আগের হিস্ট্রি ডিলিট করার জন্য Last 7 Days, চার সপ্তাহ আগের history ডিলিট করার জন্য Last 4 weeks কিংবা ব্রাউজার থেকে সব হিস্ট্রি ডিলিট করার জন্য All time লেখা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর উপরের ছবিটির নিচের লাল মার্ক করা CLEAR DATA লেখা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সব ব্রাউজার হিস্ট্রি ডিলিট হয়ে যাবে।

Android মোবাইলে Chrome হিস্ট্রি ডিলিট করার নিয়ম

এন্ড্রয়েড ফোনে ক্রম ব্রাউজার হিস্ট্রি ডিলিট করার জন্য আপনি আপনার ফোন থেকে Chrome ব্রাউজার ওপেন করুন।

chrome browser open

chrome browser open

ওপেন করার পর উপরের ছবিটির ডান পাশে লাল মার্ক করা তিনটি আইকন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবিটির মতো বেশ কিছু অপশন দেখা যাবে।

click to chrome history

click to chrome history

এরপর ক্রম ব্রাউজার হিস্ট্রি ডিলিট করার জন্য উপরের লাল মার্ক করা History লেখায় ক্লিক করুন। History  তে  ক্লিক করার পর এবার CLEAR BROWSING DATA… লেখা অপশন দেখা যাবে, সেখানে ক্লিক করে আপনি আপনার ক্রম ব্রাউজার সার্চ হিস্ট্রি ডিলেট করুন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!