Chrome ব্রাউজারে VPN কিভাবে ব্যবহার করবো
অনেক সময় নিজেদের লোকেশন পরিবর্তন করে অন্য যেকোন দেশের লোকেশন ব্যবহার করে কিছু ওয়েব সাইট ভিজিট করতে হয়। Virtual Private Network কে সংক্ষেপে বলা হয় VPN। VPN ব্যবহার করে আপনি আপনার লোকেশন হাইড বা পরিবর্তন করতে পারেন। আমরা ক্রম ব্রাউজারে ভিপিএন ব্যবহার করার জন্য ছোট একটি এক্সটেনশন ব্যবহার করবো। তো চলুন নিচের অংশে দেখে নেওয়া যাক।
VPN এর বেশ কিছু Free সফটওয়্যার এবং পেইড সফটওয়্যার আছে। আমরা ফ্রি VPN কিভাবে ক্রম ব্রাউজারে ব্যবহার করা যায়, তা আলোচান করবো। এর আগের আলোচনায় আমরা দেখিয়েছি, কিভাবে Opera Free VPN ব্যবহার করা যায়, আজকে তারই আলোকে আমরা ক্রম ব্রাউজারে ভিপিএন সর্ম্পকে আলোচনা করবো।
Chrome ব্রাউজারে এক্সটেনশন নামানোর নিয়ম
ক্রম ব্রাউজারে Free ভিপিএন ব্যবহার করা জন্য প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে গুগল ক্রম ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পর এবার এড্রেস বারে গিয়ে chrome.google.com/webstore লিখে Enter প্রেস করুন। Enter প্রেস করার পর নিচের ছবিটির মতো পেজ চলে আসবে।
উপরের ছবিটিতে দেখুন। ক্রম ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করবার জন্য উপরের ছবিটির বাম পাশে লাল মার্ক করা Search the store লেখা ঘরে free vpn লিখে সার্চ করুন। সার্চ করার পর নিচের ছবিটির মতো বেশ কিছু এক্সটেনশন দেখা যাবে।
ক্রম ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করার জন্য উপরের ছবিটির দুই নাম্বার Betternet Unlimited free vpn proxy লেখা এক্সটেনশনটি ব্যবহার করবো। সেটি করার জন্য উপরের ছবিটির লাল মার্ক করা ADD TO CHROME লেখা অংশে ক্লিক করুন।ক্লিক করার পর ক্রম ব্রাউজারের উপরের দিকে নিচের ছবিটির মতো ট্যাব দেখা যাবে।
এবার সেখান থেকে উপরের ছবিটির লাল মার্ক করা Add extension লেখা বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ক্রম ব্রাউজারে Betternet free vpn অ্যাড হয়ে যাবে।
ক্রম ব্রাউজারে VPN কানেক্ট করার নিয়ম
ক্রম ব্রাউজারে VPN কানেক্ট করার জন্য একটু আগে যে এক্সটেনশনটি ক্রম ব্রাউজারে অ্যাড করলেন, সেই এক্সটেনশনটি উপরের ছবিটির ডান পাশে start আইকনের পাশে লাল মার্ক করা আইকনের মতো দেখা যাবে, এবার সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর উপরের ছবিটির নিচের দিকে নতুন ট্যাব ওপেন হবে।
সেখানে লাল মার্ক করা CONNECT লেখা এবং United States দেখা যাচ্ছে, আপনার ক্ষেত্রে অন্য আসবে। করণ আমি আগে থেকে ভিপিএন লোকেশন United States সিলেক্ট করেছি। লোকেশন সিলেক্ট করার পর উপরের লাল মার্ক CONNECT লেখা অপশনে ক্লিক করে VPN CONNECT করে নিন। যেহেতু আপনি ফ্রি ভিপিএন ব্যবহার করছেন তাই বেশ কয়েকটা দেশের লোকেশন ব্যবহার করতে পারেবন।