সিপ্যানেল ইমেইল অটোরিসপন্ডার সেটআপ কিভাবে করবো – cPanel Email Autoresponders
আজকের আলোচনায় বিষয় সি প্যানেলে কিভাবে অটোরিসপন্ডার মেইল সেটআপ করতে হয় । ধরে নিলাম, আপনি কোন একটি কাজে ব্যস্ত আছে, আপনার সাইটে একটি ইমেইল আসলো, ইমেইল টি সময় মত রিপ্লে পাঠাবেন কিন্তু আপনি ব্যস্তার কারণে সেই ইমেইল রিপ্লে দিতে দেরি হবে বা সময় লাগবে । সেক্ষেত্রে সি প্যানেলে মাধ্যেমে ইমেইল অটোরিসন্ডার চালু করে রাখলে, ইমেইল নির্দিষ্ট সময়ে ডেলিভারি হবে । চলুন তাহলে আজকের আলোচনায় দেখে নেই কিভাবে সি প্যানেলের মাধ্যেমে জিমেইল Autoresponders সেটআপ করতে হয় ।
আমরা ইতি পূর্বে সি প্যানেলে বেশ কিছু টিউটোরিয়াল তৈরি করেছ । আপনি চাইলে আগের টিউটোরিয়ালগুলো দেখতে নিতে পারেন । সি প্যানেল টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন, ডোমেইন হোষ্টিং
সি প্যানেলে ইমেইল অটোরিসপন্ডার সেটআপ করার নিয়ম – cPanel Email Autoresponders
সি প্যানেলে ইমেইল Autoresponders সেটআপ করবার জন্য প্রথমে সিপ্যানেলে লগইন করুন । সি প্যানেলে করার জন্য ডোমেইন এর পরে /cPanel লেখুন। যেমন, http://t4bd.com/cpanel
সি প্যানেলে লগইন পর ইমেইল সেকশন থেকে Autoresponders লেখাতে ক্লিক করুন । ঠিক নিচের ছবির মতো,
উপরের ছবির লাল দাগ করা Autoresponders লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর নিচের ছবির মতো পেজ চলে আসবে ।
উপরের ছবিতে দেখুন । সেখানে All Domains লেখা ফিল্ড দেখা যাচ্ছে । সেই ফিল্ডে আপনার ডোমেইন নাম অ্যাড করে নিন । অর্থাট আপনি যে ডোমেইনে Autoresponders ইমেইল অ্যাড করবেন সেই ডোমেইন টি অ্যাড করুন । অ্যাড করার পর নীল কালার করা Add Autoresponders লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর নিচের ছবির মতো ফিল্ড দেখা যাবে ।
উপরের ছবিতে দেখুন । উপরের ছবির ফিল্ডে কি কি তথ্য দেওয়া লাগবে নিচের অংশে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল ।
Interval : এই অংশে আপনি কত ঘণ্টা পর ইমেইল পাঠাবেন তা সেট করুন । অর্থাৎ কত ঘন্টা পর ইমেইল রিপলাই দিবেন তার সময় ।
Email : এই অংশে আপনার ইমেইল আইডি বসে দিন । সম্পর্ন ইমেইল এড্রেস না দিলেও হবে ।
Domain : এই ফিল্ডে বাই ডিফল্ড ভাবে ডোমেইন নাম দেওয়া থাকে । আপনি চাইলে সেটি পরিবর্তন করে নিতে পারেন ।
From : ফিল্ডে কিভাবে ইমেইল সেন্ড হবে তা লিখুন ।
Subject : এর ঘরে ইমেইল কোন বিষয়ে তা লিখুন ।
This message contains HTML এই অংশে টিক দিন । যদি আপনি বডিতে এইচটিএমএল কোড লিখতে চান সেক্ষেত্রে ।
Body : অংশে আপনি আপনার ভিজিটকে কি ধরনের ম্যাসেজ দিতে চান তা লিখুন ।
Start : অংশে এসে আপনি নির্ধারণ করে দিতে পারেন কোন তারিখে কোন সময় আপনার ইমেইল অটোরিসপন্ডার সেটআপ করবেন সেটি ।
উপরের সব কিছু ঠিক ঠাক করে নেবার পর Create/Modify লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর আপনার অটোরিসপন্ডার ইমেইল সিপ্যানেলে সেটআপ হয়ে যাবে । এই ভাবে আপনি আপনার ওয়েব সাইটে অটোরিসপন্ডার সেটআপ করে নিতে পারেন ।