ISO ফাইল কি এবং OS এর ISO ইমেজ কিভাবে করে
ISO ফাইল কি ?
বিশেষ করে বিভিন্ন অপারেটিং সিস্টেম গুলোর ফাইলগুলো ISO ফাইলে থাকে । এটি আসলে একটি কম্প্রেস ফাইলের মতো এবং এর ভিতরে অনেক ফাইল বা ফোন্ডার থাকে । সিডি বা ডিভিডির (CD/DVD) হুবহু ফাইলের (ফাইল সিস্টেমের ) প্রতিবিম্ব (Image) কপিকরে কম্পিউটারে রাখা হয় যে ফাইল সিস্টেমে সে ফাইল সিস্টেমই হল ISO File Format
Windows, MAC কিংবা Linux এর অপারেটিং সিস্টেমগুলো নেট থেকে ডাউনলোড করলে আইএসও ফাইল আকারে ডাউনলোড হয় । কিছু কিছু এন্টিভাইরাচ এর সফ্টওয়ারও ISO File আকারে আসে । আসলে সিডি বা ডিভিডিতে ঠিক যেভাবে ফাইল থাকে সেই একই ধারাবাহিকতায় কম্পিউটারে সেগুলোর কপি রাখতে চাইলে ISO তে পুরান্তর করে রাখা যায় ।
ISO File কিভাবে Open করে ?
সাধারনত ISO ফাইলগুলো CD বা DVD রাইটার সফ্টওয়ার দিয়ে ওপেন হয় এবং CD/DVD Writer পিসিতে থাকলে CD বা DVD তে রাইট করে রাখা যায় । আবার উইনরার (WinRar) কিংবা ম্যাজিক আইএসও ( Magic ISO ) দিয়েও খুলতে পারেন ISO File. কিংবা 7 Zip (Free tool) দিয়েও খুলতে পারেন ISO File যা আপনি ফ্রিতে ই ব্যবহার করতে পারবেন 🙂 ।
ISO IMAGE কিভাবে করে ?
অনেক গুলোই পদ্ধতি আছে । তবে একটি ফ্রিটুল Format Factory দিয়ে খুব সহজেই করতে পারেন । ধাপগুলোও খুব সহজ । আপনি চাইলে যে কোন DVD বা CD, সেটা হতে পারে Windows কিংবা নিজের গুরুত্বপুর্ণ কোন ডকুমেন্টের কপি, সহজেই করে নিতে পারেন ISO Format এ রুপান্তর । ফরম্যাট ফ্যাক্টরি ওপেন করে বাম পাশ থেকে ROM Device\DVD\CD\ISO থেকে DVD/CD to ISO/CSO তে ক্লিক করলে নিচের মতো একটি উইনডো আসবে ।
আপনার CD বা DVD ড্রাইভে CD বা DVD দিন ফাইল ফরম্যাট ঠিক করে Convert এ ক্লিক করুন । কনর্ভাট হয়ে গেয়ে আউটপুট ফোল্ডারে পেয়ে যাবেন আপনার ISO ফাইল 🙂 .
তো এই ছিল আজকের আয়োজন, ISO ফাইল কি এবং OS এর ISO ইমেজ কিভাবে করে তা নিয়ে আলোচনা করেছি । আপনাদের প্রশ্নগুলো আমাদের জানাতে ভুলবেন না 🙂 আর সবায় ভালো থাকবেন 🙂
thanks