FTP কি – FTP সার্ভার কি
FTP কি?
নেটওয়ার্ক এর মধ্যে File Transfer করবার এক ধরনের মাধ্যম বা প্রটোকল হল FTP এবং এটি পাশাপাশি ব্যবহার করা হয় ওয়েব বেজড ফাইল ট্রান্সফার করার জন্য । ওয়েব বেজড ফাইল গুলোও একটি নেটওয়ার্ক এর ই অংশ । FTP এর পুর্ণ রুপ হচ্ছে File Transfer Protocol. এক কথায় বলা যায় ফাইল ট্রান্সফার প্রোটোকল (এফটিপি) হল একটি নেটওয়ার্ক প্রোটোকল মানদণ্ড যা একটি কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কম্পিউটার ফাইলগুলির স্থানান্তর করার জন্য ব্যবহার করা হয়।
FTP সার্ভার কি
সুধু মাত্র ফাইল সার্ভ করার জন্য যে সার্ভার গুলো থাকে সেগুলো আসলে FTP Server এবং আজ কাল অনেক ISP ( Internet Service Provider ) ই FTP সার্ভার ব্যবহার করে । যে সার্ভার গুলো সুধু ফাইল ট্রান্সফার করার জন্য ব্যবহার হয় সেগুলোতে FTP ব্যবহার করা হয় । বড় বড় সফ্টওয়ার গুলোও FTP Server এ হোস্ট করা হয়।
FTP Server গুলোতে http:// বা https:// এর পরিবর্তে ftp:// বা ftps:// ব্যবহার করা হয় । আর প্রতিটি ওয়েব সার্ভার এই FTP সুবিধা থাকে করান এতে করে সহজেই সাভারে ফাইল আদান প্রদনা করা যায় ।
অসাধারণ একটা পোস্ট! অনেক উপকৃত হলাম!