GPS এর ফুল ফর্ম কি

GPS এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পোজিশনিং সিস্টেম, ইংলিশে(Global Positioning System)। GPS চালু করে কোন জায়গার কিংবা কোন স্থানের অবস্থান নির্ণয় করা যায়। GPS স্যাটেলাইটের  মাধ্যমে কাজ করে। আপনি পৃথীবির যে পান্তে হারিয়ে যান না কেন যদি আপানার কাছে GPS ডিভাইচ থাকে, আপনাকে খুজে পাওয়া যাবে কিংবা আপনিও ফিরে আসতে পারবেন আপনার ঠিকানায় । GPS চালু করে Google Map এর সাহ্যযে আপনি রাস্তা, স্কুল, ব্যাংক, থানা, মসজিদ সহ যেকোন জায়গার অবস্থান সম্পর্কে জেনে নিতে পারেন।


GPS এর তিনটি অংশ আছে। নিচের দেখানো হল

1. মহাকাশ অংশ।

মহাকাশ অংশে প্রথম ২৪ টি উপগ্রহ দিয়ে এটি যাত্রা শুরু করে। বর্তমানে ৩২ টি উপগ্রহ কার্যক্ষম চলছে। মহাকাশের  পুরা সিস্টেমকে বলা হয়ে থাকে নাভস্টার GPS।

2. নিয়ন্ত্রণ অংশ।

নিয়ন্ত্রণ অংশ শুরু দিকে  US Military নিজস্ব প্রয়োজনে ব্যাবহার করত। নিয়ন্ত্রণ অংশ নিয়ন্ত্রণ করে থাকে US বিমান বাহীনি।

3. গ্রাহক অংশ ।

গ্রাহক অংশ সাধারণ  লোকজনের ব্যবহারের জন্য উন্মুক্ত।  গ্রাহকরা প্রয়োজনীয় সেবা নিয়ে থাকে।

You may also like...

1 Response

  1. দুলাল সাওন বাড়ি says:

    দুলাল শাওন বাড়ি বুধাইর কান্দি কূষ্টনগর
    হোমনা বান্ছারামপুর রোড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!