কিভাবে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন (এপস ছাড়া)

আপনার মোবাইলে কোন প্রকার ডাউনলোড এপস বা ম্যানেজার ছাড়াই শুধু  video URL দিয়েই মোবাইলে ইউটিউব  ভিডিও ডাউনলোড করা যায়!!!

সময়ের চাহিদায় এবং দ্রুত গতির ইন্টারনেটের কারনে এখন ভিডিও কন্টেন্ট বেশ জনপ্রিয়। আর ইউটিউব হল ওয়েব ভিডিওর স্বর্গরাজ্য । কিছু ভিডিও প্রায়ই একাধিক বার দেখার প্রয়োজন পড়ে কিংবা অনেকেই সেই ভিডিও গুলো নিজের সংগ্রহে রাখতে ভালোবাসেন । তো চলুন আজ আমরা জেনে নেই কিভাবে মোবাইলে ইউটিউব  ভিডিও ডাউনলোড করা যায়। কোন প্রকার বাড়তি মোবাইল এপস ছাড়া অর্থাৎ how to download youtube video in Mobile without any apps or software  🙂 .


মোবাইলে সাধারনত সবাই ইউটিউব এপসটি ( Android OS) ব্যবহার করেন মোবাইলে ভিডিও দেখার জন্য । আমরা ইউটিউব এপসটি ব্যবহার করবো না । সরাসরি ওয়েব ব্রাউজার ব্যবহার করবো।

আপনার ফোনের ওয়েব ব্রাউজারটি ওপেন করুন । এরপর যেকোন ইউটিউব ভিডিও ওপেন করুন অথবা আপনার কাংখিত youtube video টির URL টি সংগ্রহ করুন। ধরুন আপনি World War II: The Complete History Episode 01of13 ভিডিও টি ডাউনলোড করতে চান। কিন্তু আপনার মোবাইলে কোন ডাউনলোড এপস নেই। চিন্তার কোন কারন নেই। World War II: The Complete History Episode 01of13 এর মোবাইল youtube video টির URL হল https://m.youtube.com/watch?v=EiIQhElR4y8 

এখন আপনার কাজটি হল যেকোন ব্রাউজারে উক্ত  URL টির সাথে https://m. এর পর youtube.com/watch?v=EiIQhElR4y8 এর আগে ss বসানো ও তা সার্চ দেওয়া। তাহলে https://m.ssyoutube.com/watch?v=EiIQhElR4y8 URL টি লিখে সার্চ দিলে আপনি পাচ্ছেন নিচের চিত্রের মত একটি ভিডিও ডাউনলোড অপশন।

Downloading without video manager or apps

Downloading without video manager or apps

এখন আর কি! আপনার পছন্দ মত যেকোন সাইজ পছন্দ করে ডাউনলোড করুন আপনার প্রিয় youtube video টি। মজার বিষয় হলো এটি আপনার এপ্ স গুলোর চেয়েও বেশী গতিসম্পন্ন!!

You may also like...

2 Responses

  1. MD SAFAYET SIDDIQUE says:

    Vai amr question ta holo ai website ta kemne creat korcen blogspot dia naki domain hosting bye kore… Ar design ki dia korcen wordpress dia naki html, css, javascript dara.. Janaile ekto help hoito….. Plz….

    • Md Shariar Sarkar says:

      এটা ওযার্ডপ্রেস এ করা সাইট । ডোমেন ও হোস্টিং কিনে করা হয়েছে । সাথে বেশ কিছু কাস্টম কাজ করা আছে সাইট এ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!