Customize Consent Preferences

We use cookies to help you navigate efficiently and perform certain functions. You will find detailed information about all cookies under each consent category below.

The cookies that are categorized as "Necessary" are stored on your browser as they are essential for enabling the basic functionalities of the site. ... 

Always Active

Necessary cookies are required to enable the basic features of this site, such as providing secure log-in or adjusting your consent preferences. These cookies do not store any personally identifiable data.

No cookies to display.

Functional cookies help perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collecting feedback, and other third-party features.

No cookies to display.

Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics such as the number of visitors, bounce rate, traffic source, etc.

No cookies to display.

Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors.

No cookies to display.

Advertisement cookies are used to provide visitors with customized advertisements based on the pages you visited previously and to analyze the effectiveness of the ad campaigns.

No cookies to display.

কিভাবে অভ্র দিয়ে SutonnyMJ ফন্টে লেখা যায়

অভ্র একটি ফ্রি বাংলা লিখার সফ্টওয়ার এবং সম্ভবত সবচেয়ে বেশি ব্যাবহৃত বাংলা লিখার কিবোর্ড (Keyboard) । সাধারনতো অভ্র (Avro) দিয়ে আমরা ইউনিকোড (Unicode) এ বাংলা লেখা হয় এবং বেশির ভাগ সময় ই তা ওয়েবে ব্যবহৃত হয় ।


কিন্তু মাঝে মাঝেই আমাদের SutonnyMJ Font এ লিখতে হয় যা সাধারনত বিজয় (Bijoy) কীবোর্ড এ লেখা হয়।  বিশেষ করে ফটোশপ(Photoshop) এ  কিংবা ইলাস্ট্রেটর (Illustrator ) এ বাংলা লিখার সময় SutonnyMJ Font কিংবা এই ঘরানার (ANSI) ফন্ট এ লিখার প্রয়োজন পড়ে । অভ্র  দিয়েও SutonnyMJ ফন্টে লেখা যায় এবং আমি  এখন তাই দেখাবো ।

অভ্র দিয়ে বিজয়ের বাংলা লেখার ভিডিও টিউটোরিয়াল

ফন্ট সমস্যা হলে নিচে আর একটি ভিডিও দেয়া আছে, সেটিও দেখে নিতে পারেন ।

ANSI Font ব্যবহার করুন

SutonnyMJ ফন্টে লেখার জন্য কিবোর্ড সেট করুন

প্রথমে আমাদের অভ্র কীবোর্ডকে সেট করে নেয়া লাগবে ANSI মোডে লেখার জন্য । সেটি করার জন্য প্রথমে অভ্র কিবোর্ডের সেটিংস এ ক্লিক করুন এবং তার পর Output as ANSI (Are you sure ? ) এ ক্লিক করুন ।

 

Avro Keyboard output as ANSI

Avro Keyboard output as ANSI

 

ক্লিক করার পর নিচের মতো একটি ডায়ালগ বক্স পাবেন, সেখান থেকে Use ANSI anyway তে ক্লিক করুন ।

Set Avro to Use ANSI anyway

Set Avro to Use ANSI anyway

 

এবার আপনার যে প্রোগ্রামে বাংলা লেখার প্রয়োজন, ওপেন করে লিখতে থাকুন । আমার ক্ষেত্রে এম এস ওয়ার্ড প্রোগ্রাম ব্যবহার করছি । দেখুন বাংলা আসছেনা, আমার ইংলিশ এলেও সঠিক বর্ণ গুরো আসছেনা 😀 , এবার আসলে আমাদের বিজয় কিবোর্ডের মতো ফন্ট সেট করতে হবে । অর্থাৎ এবার আমাদের লেখাতে suttonymj font টি সেট করতে হবে । SutonnyMJ ফন্টটি এমনিতেই আপনার মেশিনে থাকবেনা, ইন্টল করে নিতে হবে । লিখাবে ফন্ট সেট করা না জানা থাকলে দেখে নিন কিভাবে ফন্ট সেট করে নিতে হয় ।  এবার দেখবেন, আপনি অভ্র দিয়েই বিজয়ের মতো SutonnyMJ ফন্টে লিখছেন ।

 

কিভাবে অভ্রর আগের মুডে ফিরে যাবো ?

আগের মুডে ফরে যেতে চাইলে উপরের প্রথম ছবির মতো সেটিংস থেকে Output in Unicode (Recommended) এ ক্লিক করুন । এতটুকুই, আপনি আবার অভ্রতে আগের মতই লিখতে পারবেন ।

নোট : অভ্র দিয়ে বিজয়ের বাংলা লিখতে বিজয় ফন্ট ইন্সটল থাকা লাগবে । দেখে নিতে পরেন @

SutonnyMJ Font Install ফন্ট ইন্সটল

ফন্ট সমস্যা হলে নিচের ভিডিও গুলো দেখে নিতে পারেন

You may also like...

39 Responses

  1. Zillur Rahman says:

    কাজ হয়না ভাই, কারণ কি

    • Md Shariar Sarkar says:

      আমার কাছে তো কাজ করে ভাই, আবার ট্রায় করে দেখেন । না হলে আপনি যে স্টেপ গুলো ফলো করছেন, সেগুলো জানান ।

  2. rifat says:

    ata dia pollob likle sutony mj te pollob hoy kina dakhan to

    • Md Shariar Sarkar says:

      পল্লব লিখলে পল্লব ই আসবে, আপনার কাছে কি আসছে জানাবেন…

  3. প্রবীর says:

    যদি সামর্থ্য থাকে নিম্নের এই শব্দ গুলো সঠিকভাবে লিখে দেখান তো,
    ১. ক্ষুদ্র
    ২. পর্যন্ত
    ৩. সমস্ত
    ৪. জল্লাদ
    নিজে যাচাই করে জানাবেন, দায়সারাভাবে জবাব না দিয়ে বাস্তব সম্মত কার্যকরী মন্তব্য কামনা করছি। ধন্যবাদ।

    • Md Shariar Sarkar says:

      প্রথমত এই টুকু করে দেখানোর জন্য সামর্থ্য নিয়ে টানাটানির দরকার পড়েনা । আশা করি আপনি সামর্থ্য সহকারে উপরের দেখানো পদ্ধতি ফলো করে দেখবেন । খেয়াল রাখবেন বিজয়-এর ফন্ট ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা । তারপরও যদি না হয় তো আমাদের অফিসে চলে আসুন, দেখিয়ে দিবো।
      ধন্যবাদ

      • কাওছার মজুমদার অনিক says:

        আপনাদের অফিস কোথায়?? আমিও নজরুল ,বিপ্লব, পল্লব লিখতে পারছি না । তাছাড়া অনেককিছু লেখা যায় কিন্তু এই টাইপের লেখা গুলো লেখা যায় না

        • Md Shariar Sarkar says:

          আমাদের অফিসের ঠিকানা http://kivabe.com/contact-us/ এ আছে । আর আপনি যদি অভ্র দিয়ে উপরের শব্দ গুলো লিখতে আরেন তো, সেগুলোকে SutonnyMJ Font এ ও লিখতে পারবেন উপরের দেখানো পদ্ধতি তে । অথবা দেখে নিতে পারেন কিভাবে অভ্র থেকে বিজয়ে বাংলা লেখা রুপান্তর করা যায় > http://kivabe.com/how-to-convert-unicode-avro-to-bijoy-text/

          ধন্যবাদ

    • Zunayed says:

      অভ্র দিয়ে sutonny mj তে মন্তব্য লিখাটি ভেঙ্গে যায়। এরকম আরো কিছু কিছু শব্দ ভেঙ্গে যায়। এর সমাধান কী?

  4. Enamul says:

    ভাই আমার কাছে, SutonnyMJ আথবা kalpurushANSI Fornt ব্যবহার করার সময় MS Word এর মাঝে
    kare -লিখলে কারে আসেনা র এর জায়গাই ও আসে যদি কেও জানেন আমাকে মেইল এর মাঝে জানাবেন কি
    দয়া করে।partner384@gmail.com

    • Md Shariar Sarkar says:

      Enamul ভাই,
      SutonnyMJ ফন্ট এর অনেকগুলো ভার্সন আছে, বিজয় এর ভার্সনের সাথে সাথে SutonnyMJ -র ও পরিবর্তন হয়েছে। বিজয় এর পুরোনো ভার্সনের লেখা বাংলাকে নতুন গুলো দিয়ে ওপেন করলে (বিজয় ৫২ বা বিজয় ৭১ ) কিছু কিছু ফন্ট উল্টা পাল্টা দেখায় । আপনি SutonnyMJ ফন্টটির র্ভাসন পরিবর্তন করে দেখতে পারেন ।
      ধন্যবাদ

  5. Limon Ahmed says:

    ভাই আমি একটা কঠিন সমস্যা পড়ে আপনাকে কমেন্ট করছি। আমি সুতনি এমজে ফন্টে অভ্র দিয়ে একটা লিখলে অন্যটা আসে ,যেমন- আমি যদি লিখি কারে হয়ে কাওএ । ভাই আগে এড অনস থেকে বিজয় কনভার্টার মারলে কারেকশন হয়ে যেত বাট এটা এখন আর কনভার্টার মারলে কিচ্ছু হয় না। এই সমস্যা শুরু হয়েছে অভ্র এর ফন্ট ফিক্সার মারার পর থেকে এবং তখন কিছু ফন্ট আনইন্সটল হয়ে গিয়েছে । আমার মতে ভ্রিন্দার কিছু ফন্ট আনইন্সটল হয়ে গিয়েছে এখন ভ্রিন্দার তো অনেকগুলো ফন্ট আছে ,সবগুলার নাম মনে নাই যেগুলো মনে আছে সেগুলো ইন্সটোল করেছি বাট তাও সমস্যা সমাধান হচ্ছে না। এখন করনীয় কি সমাধান চাচ্ছি প্লিজ হেল্প করেন্ন

  6. হানিফ সরদার says:

    ভাই অটোকারেকশান অফ করার ধাপ গুলো বলেন প্লিজ

  7. শফিকুল ইসলাম says:

    ভাই হ্ম এটা লিখবো কি করে বলেন

    • Md Shariar Sarkar says:

      আপনি কোন কিবোর্ডে হ্ম লিখতে চান সেটা বললে ভালো হতো । যাই হক, হ এর সাথে ম যোগ করলে হয় হ্ম। বিজয়ে এটি i g m হবার কথা। তবে সে কিবোর্ডে ই লেখেন, হ+ম = হ্ম

  8. rubel says:

    ভাই আমি ansi সেট করে sutounymj front এ সব কিছুতে ু উ কার দিতে পারছি কিন্তু রু … লিখতে পারছিনা কিভাবে রু লিখব বলবেন

    • Md Shariar Sarkar says:

      ansi সেট করে কস্ট কেন লিখছেন জানিনা, রু sutonny MJ font এ লিখতে গেলে আপনাকে লিখতে হলে i“ এবার i“ লিখবার জন্য ansi set যা হবে সেটা ট্রায় করুন। ধন্যবাদ

  9. Saurav says:

    udbuddho কিভাবে লিখব?

  10. Amirul Islam Akash says:

    আমার ল্যাপটপে বিজয় একুশে নামে একটি কিবোর্ড সফটওয়্যার ইন্সটল আছে কিন্তু এটা দিয়ে বাংলা লিখতে পারি না। কেন? বিস্তারিত জানালে উপকৃত হব।

  11. আবদুল মতিন says:

    ক্ষুদ্র, পর্যন্ত, সমস্ত, জল্লাদ লিখে দিলাম, আপনার সমস্যা হলে 01811-265050

    • Md Shariar Sarkar says:

      ঠিক বোঝা গেলোনা আপনার কমেন্টের মাধ্যমে কি বোঝালেন …

  12. শিফাতুল হাসান says:

    ভাই সব ঠিক আছে । কিন্তু অন্য কম্পিউটারে ওপেন করলে সব অক্ষর একসাথে হয়ে যায়। আমি অফিস ১৩ ব্যবহার করি। আর ন্ত লিখতে সমস্যা হচ্ছে।

  13. khalid says:

    eta ki 100% kaj kore?
    mane amr word niye kono jhamela nai. kintu byapar holo, ami boi prokadh korar jony typekorbo. prokashok boleche, bujoye type korte, but amiavro use korte chachchi..

    • Md Shariar Sarkar says:

      প্রিন্ট মিডিয়া গুলো বিজয় ব্যবহার করে । তবে অভ্র র ও বিজয়ের মতো ফন্ট আছে যেটা সেটাপ দিলে বিজয়ের মতোই লিখাগুলো আসে অনেক টা । তবে সমস্যা হল ওদের সব মেসিন এ আগে থেকেই বিজয় দেয়া থাকে এবং ওরা সেটা ব্যবহার করতেই অভ্যস্ত ।

      আর অভ্র দিয়ে বিজয় এর লেখা লেখা যায় ঠিক ই, তবে কিছু কিছু যুক্ত বর্ন ঠিক মতো আসেনা । সেক্ষেত্রে আপনি ধরে ধরে সেই বর্ন গুলো বিজয় কিবোর্ড দিয়ে ঠিক করে নিতে পারেন যদিও সেটা বেশ ঝামেলার কাজ ।

  14. ওয়েছ আহমদ says:

    ল্ল কিভাবে লেখব?

    • Md Shariar Sarkar says:

      আপনি কোন কিবোর্ড ব্যবহার করেন বাংলা লেখার জন্য ?

  15. সুজন খান says:

    আচ্ছা আমি ইলাস্ট্রেটর এ বাংলা লেখার সময় পুস্তক লেখাটা অভ্র থেকে বিজয় কনভার্ট করেও পুসড়ক লেখা আসছে । এর সমাধান একটু দিলে ভালো হতো।

    • Md Shariar Sarkar says:

      ভাই, বিজয় এর ফন্ট না ব্যবহার করে অভ্র্র র ই ANSI Font গুলো ব্যবহার করলেই সমস্যার সমাধান হয়ে যাবে । নিচের ভিডিও টি দেখে নিতে পারেন ।
      https://youtu.be/hYn-Jv5-vR4

  16. nadim says:

    onk din holo ami bangla likhte parchilam na photoshope illustrator e… ei blog ta pore thn try korlam hate natei fol pere gelam…. onk onkkk dhonnobad

    • Md Shariar Sarkar says:

      ধন্যবাদ সাথে থাকার জন্য , লেখাটিতে আরো দুইটি ভিডিও যোগ করা হলো, ফন্ট সংক্রান্ত সমস্যা হলে দেখে নিতে পারেন।

  17. Sayem says:

    ব্রো ANSI করার পরে ল্ল টা যুক্ত হচ্ছে না শুধু ল আসতেছে

  18. তূয়া নূর says:

    পাল্লা যে ভাবেই লিখি না কেন quarkxpress এ সেটা ভেঙ্গে হয় ‘পাললা”

  19. Mizanur says:

    আমার ডকুমেন্টস এ বিজয় ও অভ্র দুটোই ব্যবহার করা হয়েছে। তাই লেখা ভেঙে যায়। এখন সমাধান কি হবে

  20. mostafa says:

    আপনি অনেক সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, আমি বুঝি না মানুষ কিভাবে এরপরেও নেগেটিভ মন্তব্য করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!