কিভাবে অভ্র কিবোর্ডে রেফ লিখবো

কিভাবে.কম এ আপনাকে জানাই স্বাগতম। যারা বাংলা লেখা লেখির জন্য অভ্র কীবোর্ড ব্যবহার করেন বা নতুন করে অভ্র কীবোর্ডে বাংলা লেখা শিখছেন তাদের জন্য আমার এই আলোচনাটি কাজে লাগবে। বাংলা লেখাতে এমন অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো লিখতে গিয়ে অনেকেই প্রবলেমে পড়ে যায়। এরকমই একটি বিষয় হল রেফ লেখা, যা হয়তো অনেকেই জানেন না। আসুন জেনে নেই কিভাবে অভ্র কীবোর্ডে রেফ-র লিখবো।


Avro-Keyboard

অভ্র কীবোর্ডে বাংলা লিখার জন্য কয়েকটি কীবোর্ড লেআউট রয়েছে। প্রতিটি লেআউটে রেফ লেখার নিয়ম গুলো আলাদা। আমি জানি না আপনি অভ্রতে কোন লেআউট ব্যবহার করছেন। কিন্তু আপনার সুবিধার্থে প্রতিটি লেআউট থেকে রেফ লেখার নিয়ম গুলো আলোচনা করবো।

অভ্র কিবোর্ডে রেফ লেখার ভিডিও টিউটোরিয়াল

অভ্র ফনেটিকঃ

আপনি যদি অভ্র ফনেটিক লেআউটে রেফ লিখতে চান তাহলে আপনাকে (rr) এর মাধমে রেফ লিখতে হবে। নিচে অভ্র ফনেটিক লেআউটের ছবি দেয়া হল।

Avro Phonetic Keyboard Layout

Avro Phonetic Keyboard Layout

উপরের অভ্র ফনেটিক লেআউটের ছবি দেয়া হয়েছে এবং সেখানে রেফ কিভাবে লিখতে হয় সেটি চিহ্নিত করা হয়েছে।

এবার আমরা দেখবো অভ্র ইজি লেআউটে কিভাবে রেফ লিখতে হয়। অভ্র ইজি লেআউটে রেফ লিখার জন্য কীবোর্ডে Shift বাটন প্রেস করে ‘ Z ‘ প্রেস করুন। তাহলে অভ্র ইজি লেআউটে রেফ লেখা চলে আসবে। নিচের ছবিতে অভ্র ইজি লেআউটের ছবি দেয়া হল।

Avro Easy Keyboard Layout

Avro Easy Keyboard Layout

উপরে অভ্র ইজি কীবোর্ড লেআউটের ছবি দেয়া হয়েছে এবং রেফ কিভাবে লিখতে হয় সেটি চিহ্নিত করা হয়েছে।

এবার আমরা অভ্র বর্ণনা কীবোর্ড লেআউট থেকে কিভাবে রেফ লিখতে হয় সেটি দেখবো। অভ্র বর্ণনা কীবোর্ডের লেআউটে রেফ লেখার জন্য আপনাকে কীবোর্ডে Shift বাটন চেপে ধরে ‘ F ‘ বাটনটি প্রেস করতে হবে। তাহলে আপনি কোন ওয়ার্ড লিখার সময় রেফ ব্যবহার করতে পারবেন। নিচের ছবিতে অভ্র বর্ণনা কীবোর্ড লেআউটের ছবি দেয়া হল।

Avro Bornona Keyboard Layout

Avro Bornona Keyboard Layout

উপরে অভ্র ইজি কীবোর্ড লেআউটের ছবি দেয়া হয়েছে এবং রেফ কিভাবে লিখতে হয় সেটি চিহ্নিত করা হয়েছে।

অভ্রতে যে সকল কীবোর্ড লেআউট গুলো রয়েছে মুনির অপটিমা ইউনি তার মধ্যে একটি। এই কীবোর্ড লেআউটে রেফ লিখার জন্য কীবোর্ডে Shift বাটন চেপে ধরে ‘ W ‘ বাটন প্রেস করতে হয়। নিচের ছবিতে দেখুনঃ

Munir Optima uni Keyboard Layout

Munir Optima uni Keyboard Layout

উপরে অভ্র ইজি কীবোর্ড লেআউটের ছবি দেয়া হয়েছে এবং রেফ কিভাবে লিখতে হয় সেটি চিহ্নিত করা হয়েছে।

এই ছিল আমাদের অভ্র কীবোর্ডে রেফ লিখবো কিভাবে সেই সম্পর্কে আলোচনা। সাধারনত এই লেআউট গুলো সকলেই ব্যবহার করে থাকে। যাই হোক আশা করি আপনি আপনার সমাধান পেয়ে গেছেন, এখন নিশ্চয় অভ্র কীবোর্ডে রেফ কিভাবে লিখবেন সেই ব্যাপারে কনফিউশন নেই। আমার এই আলোচনা যদি আপনার ভাল লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন অন্যদের সাথে। কিভাবে.কম এর সাথে থাকার জন্য ধন্যবাদ…

You may also like...

24 Responses

  1. শান্ত says:

    অভ্রতে কিভাবে ‘য এ রেফ’ দিতে হবে?

    • Md Shariar Sarkar says:

      অভ্রতে বেশ কয়েকটি কিবোর্ড লেআউট আছে । আপনি কোনটি ব্যবহার করছেন, আমাদের জানান তাহলে বিষয়টি আরো সহজে আপনাকে জানাতে পারবো ।
      ধন্যবাদ

      • Md. Raju sardar says:

        আমি অভ্র national(jatiya) ব্যবহার করি। কিন্তু রেফ ব্যবহার করতে পারছি না

        • Md Shariar Sarkar says:

          Avro Easy Layout এর মতো Avro National (Jatiya) এর কিবোর্ড লেআউট আছে এবং Avro National (Jatiya) কিবোর্ড লেআউট ব্যবহার করেই রিপ্লাই দিচ্ছি । তো অভ্র ন্যাসনাল লেআউট এ রেফ লেখা যাবে v+g+যে বর্ণের উরপ রেফ দিবেন সেটি । যেমন ধরুন কিবোর্ড এর র্ড লিখতে গেলে চাপতে হবে v+g+e কিংবা বর্ণ এর র্ণ লিখতে গেলে চাপুন v+g+Shift+b

  2. শান্ত says:

    আমি National(Jatiya) কিবোর্ড লেআউট ব্যবহার করছি।এখানে যখন আমি য এ রেফ দিতে যাই তখনই র এ য ফলা হয়ে যায়।

  3. Md Shariar Sarkar says:

    র্য আনার জন্য কিবোর্ডে চাপুন v + g + w National(Jatiya) কিবোর্ড লেআউটের জন্য । আসলে র টা আগে এবং পরে হবে য । যদি আপনি আগে য এবং পরে র নেন তবে য্র হবে ।
    আশাকরি আপনার সমস্যা সমাধান হয়েছে 🙂
    ধন্যবাদ

  4. দীপাঞ্জন সরকার says:

    অভ্র ফোনেটিক এ কিছুতেই হসন্ত লিখতে পারছি না। সাহায্য করুন।

  5. Israk says:

    ভাই অভ্র ফোনেটিক কী বোর্ডে আমি রেফ লিখতে পারিনা।যেমন ভর্তি (vorrti) এইটা যদি কম্পিউটারে লিখি তাহলে রেফটা ভ এর উপর উঠে যায়।আর যদি rr ত এর পরে দেই তাহলে হয়, কিন্তু তার পরে একটা কন্সনেন্ট দিতে হয় প্লিজ হেল্প মি ভাই।

    • Md Shariar Sarkar says:

      আমার একানে ত নরমালি ই হচ্ছে । মানে vorrti দিয়েই ভর্তি হচ্ছে । অভ্র লেটেস্ট ভার্সন টা ব্যবহার করছি । আর অভ্র ফোনেটিক এ ত preview window থেকেও নেয়া যায়…

  6. প্রণব says:

    অভ্র দিযে এম এস ওয়ার্ড এ লেখা নন পিডিএফ ফাইল কি যার কম্পিউটারে অভ্র নেই তিনি কি এক্সেস করতে পারবেন ?
    অর্থাৎ মেইল বা অন্যান্য মিডিয়ার বর্ডি টেক্সট হিসাবে তার ব্যবহার করলে প্রাপক কি অভ্র ছাড়া তা যথা বত্রিশ পডতে পারবেন

    • Md Shariar Sarkar says:

      জি পারবে । অভ্র ইউনিকোড ভিত্তির, তাই যে কোন ডিভাইস এ ই পড়া যায় অভ্র দিয়ে লেখা বাংলা।

  7. Eyasin Arafat says:

    ভাই ধরুন আমি একটি বই লিখব। এখন আমি সেখানে দেখাবো যে ই= ি কার। এখন আমি চায় ০ চিন্হ ব্যতীত িকার টা উঠুক। দয়াকরে বলবেন যে শুধু রশিকার কিভাবে লিখব

  8. আবুল বাসার says:

    অভ্র তে স্বর বর্ণ বা ত্ব বা স্বাগতম লিখতে সমস্যা হয়

  9. সোহাগ says:

    কিভাবে হসন্ত লিখবো?

    • Md Shariar Sarkar says:

      অভ্রতে হসন্ত দুটি বর্ন কে যোগ করতে বা একত্রিত করতে ব্যবহার হয়ে থাকে । আলাদা ভাবে দিতে গেলে পরে আর কোন বর্ন দেয়া যাবেনা । যেমন ধরুন হ্ , ভালো করে খেয়ার করে দেখুন , হ এর নিচে একটা হসন্ত আছে । কিন্তু এর পরে আর একটি বর্ন যোগ করলে দেখবেন যে সেটি হ এর সাথে যুক্ত হয়ে গেছে ।
      মাউচ দ্বারা দিতে চাইলে অভ্র বারে মাউচের আইকন এর উপর ক্লিক করুন, পেয়ে যাবেন । আর অভ্র ইজি কিবো্রড এ H চাপলে হসন্ত আসে ।
      ধন্যবাদ …

  10. আকাশ says:

    ত্ত রেফ আনব কিকরে দয়া করে একটু বলুন

  11. Md Shariar Sarkar says:

    আপনি কি এই করম চাচ্ছেন ? র্ত্ত এট ভাগলে হবে র + ত +ত
    আমি Avro Easy ব্যবহার করি এবং এটি তে
    r+h+u+u চাপলে চরে আসে র্ত্ত
    ধন্যবাদ

  12. হাবিবা says:

    অভ্রতে ঋ বা ৃ কার কিভাবে আনবো

    • Md Shariar Sarkar says:

      অভ্র ইজি লেআউট এ z চাপলে ৃ কার আসে এবং hz চাপলে ঋ আসে । আর অভ্র ফোনেটিক লেআউট এ rri চাপলে পাবেন ঋ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!