HTML abbr ট্যাগ ও abbr ট্যাগের ব্যবহার

HTML <abbr> ট্যাগটি কোন সংক্ষিপ্ত ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ধরুন আপনি BCC কোথাও ব্যবহার করবেন যার পুর্ণ রুপ হচ্ছে Bangladesh Computer Council  এবং আপনি চাচ্ছেন যে আপনার সাইট ব্যবহার কারিরা BCC এর উপর মাউস নিয়ে গেলে এর পুরো রুপ টি তুলে ধরবে । ঠিক এই রকম, BCC এর উপর মাউচ নিয়ে যান, দেখতে পাবেন ।


তখন আপনি abbr html tag টি ব্যবহার করতে পারেন। নিচে একটি উদাহরন দেয়া হল ।

<p>Welcome to <abbr title="Bangladesh Computer Council"> BCC </abbr> </p>

Try it now

উপরের কোডে আমরা abbr ট্যাগ এর ভিতরে BCC কে রেখেছি এবং এর attribute আকারে দিয়েছি title যার ভেলু হচ্ছে Bangladesh Computer Council . ফলে BCC ওয়ার্ড টির নিচে দেখবেন একটি আন্ডার লাইন এবং এর উপর মাউচ নিয়ে গেলে দেখাবে title এর ভিতরে দেয়া ভেলু ।

use of abbr tag

abbr ট্যাগ  এর ব্যবহার

একই ভাবে আপনি Mr, ATM, WHO, LICT Project এসবের ও abbreviation  লিখতে ব্যবহার করতে পারেন এই abbr ট্যাগ টি ।

নোট : abbr ট্যাগ টি সব ব্রাউজরের ই সাপোর্ট করে এবং এটি HTML 4.01 এ ও ছিলো ।

You may also like...

1 Response

  1. মিজানুর says:

    ভালো লাগলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!