HTML comment ট্যাগ কিভাবে ব্যবহার করবেন

Comment অর্থ মন্তব করা । HTML কোডের মন্তব লিখতে comment ট্যাগের ব্যবহার হয়ে থাকে।   html comment  ট্যাগ ব্রাউজারে প্রদর্শিত হয় না কিংবা দেখা যায় না। আপনি HTML  এ কোড ব্যাখ্যা করার জন্য comment ট্যাগ ব্যবহার করতে পারবেন। যা আপনি পরবর্তীতে সোর্স কোড সংশোধন করার সময় সাহায্য নিতে পারেন।  এইটি একটি বিশেষ দরকারি কোড।


HTML এ কোন কিছু কমেন্ট করে রাখার জন্য <!–   –>  ব্যবহার করা হয়।  অথাৎ <!–   এবং  –> এর মাঝে যা রাখা হয়, তা্ ই html comment এবং এই কোডগুলো ওয়েব ব্রাউজারে Execute হয় না ।

নিচের comment ট্যাগের ব্যাবহার দেখানো হল।

html comment ট্যাগের ব্যাবহারঃ

সাধারণত comment ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে মন্তব প্রকাশ করার জন্য।

<!-- This is a comment -->
    <p>This is a paragraph.</p>
<!-- This is a comment --> 

ধরুন আপনার ওয়েব সাইটে একাধিক মেনু আছে, এখন শুধু কোড দেখে বুঝতে পারা কঠিন হয়ে যাবে কোন কোড ব্লক কোন মেনুর জন্য । কিন্তু যদি আমরা কমেন্ট করে রাখি, তাহয়ে সহজেই বোঝা যাবে । নিচের কোড গুলো একটু দেখুন ।

<!-- First Menu Start -->
<div class="menu">
    <nav>
        <ul>
            <li><a href="#">Home</a></li>
            <li><a href="#">About</a></li>
            <li><a href="#">Contact</a></li>
        </ul>
    </nav>
</div> <!-- /.menu -->
<!-- First Menu End -->

Try it now

উপরের কোড ব্লকটি একটি মেনুর এবং কমেন্ট দেখে সহজেই বঝা যায় যে এই কোড ব্লক টি প্রথম মেনুর জন্য । একই ভাভে ওয়েব পেজের কোডে অনেক গুলো div tag থাকলে ক্লোজিং এর সময় বোঝা অনেক কষ্ট হয়ে যায় যে কে কার ক্লোজিং ট্যাগ । এক্ষেত্রেও html comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!