HTML span ট্যাগ ও HTML span ট্যাগের ব্যবহার
সাধারণত <span> ট্যাগ কোন ডকুমেন্টের একটি অংশকে স্টাইলিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। HTML span ট্যাগকে ইনলাইন-ইলিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়। একটি ওয়েবসাইট তৈরি করার সময় একের অধিক <span>…</span> ট্যাগ ব্যবহার করা যেতে পারে। আসলে span ট্যাগ ব্যবহার করে এক একটি ডকুমেন্ট এর বিভিন্য বিশেষ করে ইনলাইন এলিমেন্ট গুলোখে আলাদা আলাদা সিলেক্ট করতে পারি। তো নিচের অংশে থেকে দেখে নেই span ট্যাগের ব্যবহার।
এইচটিএমএল৫ এর আগের পোস্টগুলো দেখতে এখানে ক্লিক করুন, HTML5 টিউটোরিয়াল
HTML span ট্যাগের ব্যবহার
নিচের কোডগুলোতে দেখুন । সেখানে html span ট্যাগ ব্যবহার দেখানো হয়েছে ।
<p> My father has <span style="color:red;font-weight:bold">Green</span> eyes and my father has <span style="color:darkolivegreen;font-weight:bold">dark green</span> eyes. </p>
উপরের অংশে দেখুন, উপরের প্রথমে অংশে <p> ট্যাগ এবং ডকুমেন্ট তার মাঝ খানে <span> ট্যাগ বসানো হয়েছে। এই ট্যাগের মধ্যে <span style=””> দুটই দেখানো হয়েছে। নিচের দিকে <span> ট্যাগ ব্যবহার একটি ছবি দেয়া হল।
উপরের Green ডকুমেন্টটি <span> ট্যাগের সাহায্যে লাল কালার করা হয়েছে।