Microsoft Office Word – মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড
আমরা এর আগের পোষ্ট টিতে মোটামুটি মাইক্রোসফ্ট অফিস সম্পর্কে জেনেছি । আজ আমরা জানবো মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড সম্পর্কে কিছু কথা । Microsoft Office Word Program টি Microsoft Office এর একটি অংশ। এ প্রোগ্রামের পূর্ব নাম ছিল Word Star. এটি ব্যবহৃত হয় সাধারনত লিখালিখির কাজে । Word Program এর সাহায্যে লেখাকে অনেক সুন্দর ভাবে সাজানো যায় । লেখাকে ছোট বড় করা, লেখাতে কালার দেয়া, বিভিন্ন ফরম্যাট দেওয়া, নির্দিষ্ট ক্রোম অনুসারে সাজানো ইত্যাদি কাজে বহুল ব্যবহৃত সফ্টওয়ার এটি । বই-পুস্তক, পেপার-পত্রিকা ছাপানোর কাজে প্রোগ্রামটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ।
আমরা এখানে ধাপে ধাপে অফিস ওয়ার্ড ২০০৩ এবং অফিস ওয়ার্ড ২০১০ এর ব্যবহার শিখবো । অফিস ওয়ার্ড ২০০৩ এবং এর আগের সংস্করণ গুলো মোটামোটি একই রকম । অফিস ওয়ার্ড ৯৭ অনেক পুরোনো, তাই অনেক কিছুই মিলবেনা । আর অফিস ওয়ার্ড ২০১০ হল অফিস ওয়ার্ড ২০০৭ এর উন্নত সংস্করণ । তাই অফিস ওয়ার্ড ২০০৭এর সাথে অফিস ওয়ার্ড ২০১০ এর অনেক মিল পাওয়া যাবে । তবে কিবোর্ড নির্দেশনা গুলো সব ক্ষেত্রেই প্রায় একই রকম । একটি বিষয়, যেকোন প্রোগ্রামের কিবোর্ড নির্দেশনা গুলো মনে রাখতে পারলে কাজ অনেক সহজে করা যায় ।