পাওয়ার পয়েন্ট পরিচিতি
Microsoft Power Point কি ?
বিশ্বায়নের এই যুগে বর্তমান বাজারে দিন দিন পাওয়ার পয়েন্টের চাহিদা অনেক বাড়ছে। আপনারা যারা পাওয়ার পয়েন্ট জানেন না তারা কাজটি শিখে নিতে পারেন, আশা করি আপনার দক্ষতার ঝুলিতে আরও একটি সুন্দর বিষয় যোগ করতে পারবেন। যা আপনাকে এই বিশ্বায়নের যুগে আরও একটি ধাপ এগিয়ে নেবে। সে জন্যে আমাদের কিভাবে.কম সাইটে পরবর্তী পোস্ট গুলোতে চোখ রাখুন, আশা করি শিখতে পারবেন।
পাওয়ার পয়েন্টের সাহায্যে যে কাজ গুলো করতে পারবেন ?
- একটি সম্পূর্ণ উপস্থাপনা (Presentation ) করা যায়।
- বিষয়গুলি আলাদা আলাদা স্লাইড ( Slide ) এ লেখা যায়।
- স্লাইড এর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন Design (ডিজাইন) দেওয়া যায়।
- স্লাইডে চ্যাট, গ্রাফ, ছবি, সাউন্ড ব্যবহার করা যায়।
- স্লাইড গুলি একত্রে একটি ফাইলে (File) এ Store করা যায়।
- স্লাইড গুলি প্রয়োজনে প্রিন্ট দেওয়া যায়।
- Presentation টিকে Internet এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়।
- Slide গুলি প্রয়োজনে Edit বা Delete করা যায়।
- Projector এর সাহায্যে Slide Show করিয়ে কোন বিষয় উপস্থাপন করা যায়।
বন্ধুরা, এখন এ পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ।
This is a very healthy site for learning COMPUTER
Thanks for your complement.