ক্যানভাস মানে কি ?

প্রশ্ন উত্তরCategory: Questionsক্যানভাস মানে কি ?
Jui Akter asked 7 years ago

ক্যানভাস মানে কি জানতে চাই । এর ব্যবহার ও চানতে চাই 


2 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

ক্যানভাস মানে কি ?

ক্যানভাস (canvas) হলো হলো একম কিছু যার উপরে আকাঁ যায় কিংবা আকাঁ  হয় । ধরুন একজন চিত্র শিল্পী ছবি আকবার জন্য একটি মোটা কাগজ কিংবা কাপড় ব্যবহার করেন এবং সেটি একটি শক্ত বোর্ড বা ফ্রেমের মধ্যে রাখেন । তো সেই কাগজ কিংবা কাপড়টি চিত্রশিল্পীর ক্যানভাস ।


আবার ছবি আকবার যে সমস্ত সফ্টওয়ার থাকে, সেগুলোর ও ক্যানভাস থাকে । যেমন ধরুন ফটোশপ প্রোগ্রাম যেটি বহুল ব্যবহৃত হয় ছবি এডিট করবার কিংবা নতুন ছবি তৈরি করার জন্য । তো ফটোশপ এ নতুন যে ডকুমেন্ট নেয়া হয়, সেটি ফটোশপের ক্যানভাস যেখনা আমরা ইচ্ছে মতো আকতে পারি ।

Munirul Alam answered 4 years ago

Thanks a lot.It was very helpul to me.


Your Answer

7 + 20 =

error: Content is protected !!