অবস্থান ভেক্টর কী?

প্রশ্ন উত্তরCategory: গণিতঅবস্থান ভেক্টর কী?
Sohel asked 4 years ago

অবস্থান ভেক্টরের ব্যাখ্যা


1 Answers
Abu Alam answered 4 years ago

অবস্থান ভেক্টরঃসমতলস্থ কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে ঐ সমতলের যেকোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। মুলবিন্দু O থেকে অন্য একটি অন্য একটি বিন্দু P এর অবস্থান ভেক্টর হলো O থেকে P বিন্দুর দিকে সূচিত ভেক্টর OP। মুলবিন্দু ভিন্ন জায়গায় হলে ঐ নির্দিষ্ট বিন্দুর অবস্থান ভেক্টর ভিন্ন ভিন্ন হবে।


Your Answer

13 + 12 =

error: Content is protected !!