অ্যান্ড্রয়েড টিভি বক্স কি এবং কিভাবে সেটআপ করেবন
অ্যান্ড্রয়েড টিভি বক্স মূলত সাধারন টিভি বা মনিটরকে স্মার্ট টিভিতে পরিনত করার ডিভাইস একটি ডিভাইস । যেমন, আপনার টিভি, এলইডি বা এলসিডি স্মার্ট না অর্থাৎ ওয়াইফাই কানেকশন কিংবা ইন্টারনেট সংযোগ প্রধান না করা যায় না । সেই ডিভাইসগুলোতে মূলত Android TV বক্স ব্যবহার করার প্রয়োজন পড়ে।
আপনি অ্যান্ড্রয়েড টিভি বক্স সাথে নরমাল এলইডি বা এলইসিডি সাথে অ্যান্ড্রয়েড স্মার্ট বক্স ব্যবহার করে ফেসবুক, ইউটিউব, সহ বেশ কিছু মিডিয়া আপনি টিভিতে ব্যবহার করতে পারবেন । বর্তমান বাজে বেশ কিছু কম্পানির টিভি বক্স পাওয়া যায় । টিভি বক্স কিনে এনে আপনার সাধারন টিভি কে স্মার্ট টিভিতে পরিবর্তন করুন । কিভাবে টিভি এর সাথে অ্যান্ডয়েড বক্স সেটউপ দিতে তা নিচের ভিডিও টিউটরিয়ালে দেখে নিন । তবে মডেল ভেদে অন্য ভাবেও হতে পারে ।