অ্যান্ড্রয়েড ফোনে প্যাটার্ন লক ভুলে গেলে করণীয় কী?

প্রশ্ন উত্তরCategory: অ্যান্ড্রয়েডঅ্যান্ড্রয়েড ফোনে প্যাটার্ন লক ভুলে গেলে করণীয় কী?
Abdullah Al Faroque Staff asked 4 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 4 months ago

অ্যান্ড্রয়েড ফোনে প্যাটার্ন লক ভুল গেলে করণীয়:

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অ্যান্ড্রয়েড ফোনে নিরাপত্তা রক্ষার জন্য আমরা প্যাটার্ন লক ব্যবহার করি। যদি কোন সময়ে আমরা প্যাটার্ন লক ভুলে যাই তাহলে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়। সেক্ষেত্রে কাস্টমার কেয়ারের স্মরণাপন্ন হওয়া বিকল্প কোন উপায় থাকে না। অনেকে এটিকে হার্ড রিসেট বলে থাকে। এর কারণ হল, এটিতে সেটের Actual Factory Settings ফিরিয়ে আনে। এখন আমরা জানব, অ্যান্ড্রয়েড ফোন কোন প্রকার সমস্যা ছাড়া কিভাবে রিসেট করা যায়।


  • স্যামসাং কিংবা অন্যান্য যে কোন মোবাইলের সর্বপ্রথমে ফোনের সুইচ অফ করতে হবে। এরপর ব্যাটারি ১০ সেকেন্ডের জন্য রিমুভ রাখা।
  • এবার ব্যাটারি লাগানোর পর ‘up volume key’, ‘Power button’ এবং ‘Home button’ একসঙ্গে চেপে ধরে রাখতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ Recovery Mode Screen না আসে।
  • এরপর Volume Key ব্যবহার করে Cursor টিকে নিচে নামিয়ে এনে ‘wipe data/factory reset’ Option টি আসলে Select করার জন্য Home বাটন Press করি।
  • এবার Confirm করার জন্য আরেকটি Screen আসবে, এখানে আমরা ‘Yes’ বাটনটি Select করি।

এবার কিছুসময় অপেক্ষা করি রিসেট হওয়ার জন্য। ফোনটি আপনা-আপনিই চালু হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি।

ফোনটি হতে যেগুলো হারিয়ে যাবে:

  • কাস্টমাইজ করে রাখা সম্পূর্ণ সেটিংস Delete হবে।
  • ফোনের Memory তে Save করা মোবাইল নাম্বারগুলো Delete হবে।
  • ফোনের Memory তে Install করা App এবং Data হারিয়ে যাবে।
  • প্রয়োজনীয় App গুলো পুনরায় Install করতে হবে।

অ্যান্ড্রয়েড সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- অ্যান্ড্রয়েড অ্যাপস ফিঙ্গার আনলক।

Your Answer

19 + 9 =

error: Content is protected !!