আইসি কি?

Samim asked 6 years ago

আইসি (IC) কি এবং কাকে বলে ? 


1 Answers
Imran Hossain answered 6 years ago

 আইসি বলতে, মাইক্রোচিপ, সিলিকন চিপ, সিলিকন চিলতে, আইসি IC, অর্থাৎ Integrated Circuit-এর সংক্ষিপ্ত রূপ বা কম্পিউটার চিপ নামেও পরিচিত। একটি সমন্বিত বর্তনী বাংলায় ইন্টিগ্রেটেড সার্কিট ইংরেজি (Integrated circuit) অর্ধপরিবাহী semi conductor উপাদানের উপরে নির্মিত অত্যন্ত ক্ষুদ্র ইলেকট্রনিক বর্তনী। সমন্বিত বর্তনী মনোলিথিক বা এক ঔপাদানিক এবং হাইব্রিড বা সংকর হতে পারে। একটি হাইব্রিড আইসি হল সার্কিট বোর্ডের উপরে ভিন্ন ভিন্ন অর্ধপরিবাহী বস্তু ও প্যাসিভ উপাদানের সমন্বয়ে গঠিত ক্ষুদ্র ইলেক্ট্রনিক সার্কিট। যা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আইসি থাকে  । 


Your Answer

1 + 2 =

error: Content is protected !!