Bluetooth এর ব্যবহার উল্লেখ কর।

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারBluetooth এর ব্যবহার উল্লেখ কর।
Abdullah Al Faroque Staff asked 6 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 6 months ago

Bluetooth এর ব্যবহারঃ

  • ফোনের সাথে হ্যান্ডস ফ্রি হেডসেটের সংযোগ ঘটিয়ে সাউন্ড বা ভয়েস ডেটা স্থানান্তরে Bluetooth ব্যবহার করা হয়।
  • কম্পিউটারের সাথে অন্যান্য ধরনের ডিভাইসের সংযোগ দেয়া যায় এবং তথ্য আদান প্রদান হয়।
  • জিপিএস রিসিভার, বারকোড স্ক্যানার, চিকিৎসা যন্ত্রপাতি এবং ট্রাফিক কন্ট্রোল ডিভাইসগুলোতে Bluetooth ব্যবহার হয়।
  • মোবাইল ফোন থেকে কম্পিউটারে তথ্য স্থানান্তরে এ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে।
  • ডেডিকেটেড টেলিহেলথ ডিভাইসের হেলথ সেন্সর ডেটাগুলোর শর্ট রেঞ্জ ট্রান্সমিশনে Bluetooth ব্যবহৃত হয়।
  • পিসির আউটপুট ও ইনপুট ডিভাইসের সাথে তারবিহীন যোগাযোগের ক্ষেত্রে Bluetooth এর ব্যবহার অপরিসীম।
  • প্রায়শই ইনফ্রারেড ব্যবহার হয় এমন জায়গায় নিয়ন্ত্রণের কাজের জন্য Bluetooth ব্যবহার হয়।
Bluetooth

Bluetooth


Your Answer

9 + 4 =

error: Content is protected !!