ক্লাউড কি ? কিভাবে ক্লাউড ব্যবহার করবো ?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারক্লাউড কি ? কিভাবে ক্লাউড ব্যবহার করবো ?
Mamun asked 2 years ago

ক্লাউড কি ? কিভাবে ক্লাউড ব্যবহার করবো জানতে চাই


1 Answers
Md Shariar Sarkar Staff answered 2 years ago

ক্লাউড (Cloud) এর শাব্দিক অর্থ মেঘ । কিন্তু আজকার ক্লাউড (Cloud) বলতে শুধু মেঘকেই বোঝানো হয়না । বর্তমানে Cloud বলতে কম্পিউটার এর বৃহৎ কোন সার্ভার কম্পিউটার বা নেটওয়ার্কিং সিসটেম কে বোঝায় ।


ক্লাউড কি ?

আকাশের অজস্র মেঘেরা একে আপরের সাথে যুক্ত হয় এবং অনেক গুলো পানি ধারন করে রাখে ঠিক তেমনি Cloud Computing এর ধারনা ।

cloud computing

cloud computing

এটি এমন এক ধরনের কম্পিউটার ব্যবস্থা যার ভেতরে অনেক গুলো কম্পিউটার থাকে কিংবা কম্পিউটার যুক্ত থাকে । একে অপরের সাথে নিজেরাই যুক্ত হতে পারে এবং অনেক গুলো ডাটা ধারন ও প্রসেস করে।
বড় বড় আইটি জায়ান্ট গুলো এবং অনেক অনলাইন ভিত্তিক সফটওয়ার ক্লাউড কম্পিউটিং সিসটেম ব্যবহার করে ।

কিভাবে ক্লাউড ব্যবহার করবো?

আপনি নিজের অজান্তেই ক্লাউড কম্পিউটিং সিসটেম ব্যবহার করছেন । যেমন ধরুন আপনি যে প্রতিদিন ইউটিউব বা ফেসবুক ব্যবহার করেন, সেগুলো কিন্তু ক্লাউড সার্ভারে রাখা এবং এলাকা ভিত্তিক রিকুয়েস্ট অনুসারে আপনার চাওয়া তথ্য গুলো আপনার সামনে নিয়ে আসে।

অনলাইনে ভিডিও তৈরি র সফটওয়ার বলেন বা এআই ভিত্তিক ইমের প্রসেসব গুলো ক্লাউডে যুক্ত হয়ে সেই কম্পিউটার ব্যবহার করে আপনার তথ্য গুলো প্রসেস করে আপনার সামনে হাজির করে।

Your Answer

7 + 19 =

error: Content is protected !!