বিভিন্য পত্র পত্রিকায় প্রায় ই দেখি আউটসোর্সিং নিয়ে কর্ম শালা বা সেমিনার আবার ফ্রি ল্যানসিং নিয়েও ভিবিন্য কর্ম শালা বা সেমিনার. আমি ঠিক বুঝতে পারিনা দুটাই একই জিনিস নাকি আলাদা । কারন মাঝে মাঝে আবার দেখা যায় আউটসোর্সিং/ ফ্রি ল্যানসিং সেমিনার । যদি একটু পরিস্কার করে বলেত তো ভাহ হয়
আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং দুটি আলাদা জিনিস, তবে একে অপরের সাথে সম্পর্ক যুক্ত । চলুন ধারনা নেয়া যাক…
আউটসোর্সিং কি ?
ধরুন কোন একটি কম্পানি, ধরে নিলাম ছোট্ট একটি NGO যেখানে ৫ জন মিলে যাবতীয় কাজ চালায়, তো তাদের একটি লোগো দরকার। কিন্তু তাদের কেউই কিভাবে লোগো বানায় জানেন না । তাহলে তারা হয় কাওকে নিয়োগ দেবেন অন্যান্য কর্মরত সদস্য দের মতো যা বেশ সময় সাপেক্ষ এবং বেয় সাপেক্ষ ও বটে । অথবা তারা সাময়িক ভাবে কারো সাথে চুক্তি বদ্ধ হবেন যে বা যারা সেই কাজটি করে দেবেন ।
সাময়িক ভাবে যে কাজটি করে দিচ্ছে সে কিন্তু ওই NGO র সদসস্য নয়, সে তৃতীয় পক্ষ।
তো কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি তৃতীয় পক্ষকে দিয়ে যে কাজ করায়ে নেয় তা হল আউটসোর্সিং ( Outsourcing )
ফ্রিল্যান্সিং কি ?
যেই তৃতীয় পক্ষ কাজ টি করে দিচ্ছে সে বা তারা ফ্রি-ল্যান্সার এবং যে পদ্ধতি তে কাজ ধরছেন এবং করছেন সেটি ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর অর্থ মুক্ত পেশা, কারো সাথে দির্ঘ্য দিন ধরে নয় বরং ক্ষন্ডকালিন কাজ করা এবং এক সাথে একাধিক কাজ করা ।
তো কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি তৃতীয় কোন কম্পানি কিংবা ব্যক্তির যে কাজ করে দেয় তা ফ্রিল্যান্সিং (Freelancing )
আউটসোর্সিং : তৃতীয় পক্ষকে দিয়ে যে কাজ করায়ে নেয়া
ফ্রিল্যান্সিং: তৃতীয় পক্ষের কাজ করে দেয়া