সুডোকোড কি?

Gobind asked 6 years ago


3 Answers
Imran Hossain answered 6 years ago

সুডোকোড কি

সাধারণত সুডো শব্দের অর্থ হচ্ছে ছদ্ম বা কৃত্রিম। সুডো (Pseudo) গ্রিক শব্দ। প্রোগ্রামাররা অনেক সময় প্রোগ্রামের জন্য যে কোড লেখা হবে তার একটি খসড়া টেক্সট ভার্সন তৈরি করেন, একটি দেখতে অনেকটা প্রোগ্রামিং কোডের মতে হলেও আসল নয়। প্রোগ্রামের ধরন ও কার্যাবলি তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডোকোড বলা হয়। সুডোকোড থেকে প্রথমে অ্যালগরিদম ও পরে প্রোগ্রাম রচনা করা সহজ হয়।


যেমনঃ চারটি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয় করার জন্য একটি সুডোকোড। প্রথম সংখ্যা চারটি কমিস্লউটারে ইনপুট করতে হবে। তারপর চারটি যোগ করে যোগফল এবং যোগফলকে ৪ দ্বারা ভাগ করে গড় বের করা হয়।

Ranjit answered 1 year ago

2


SHOFIKUL answered 2 months ago

16


Your Answer

6 + 19 =

error: Content is protected !!