আমার কম্পিউটার এ ইউন্ডোজ ১০ দেয়া আছে । আমি এর RAM DDR3 নাকি DDR4 কিভাবে চেক করবো ?
আপনার পিসির RAM এর স্পিড কতো সেটা সহজেই দেখা যায় কোন রকম এডিশনাল সফ্টওয়ার ছাড়াই । তবে সেখানে RAM এর স্পিড দেখেই বোঝায়ায় আপনার পিসিতে যে RAM আছে , সেটি DDR4 নাকি DDR3 ।
কম্পিউটার এর RAM DDR3 নাকি DDR4 ?
সেক্ষেত্রে টাস্কবারে রাইট ক্লিক করে Task Manager ওপেন করুন ।
অনেকের ক্ষেত্রে টাক্স ম্যানেজার ছোট থাকে, সেটি বড় করে নিতে More Details এ ক্লিক করুন নিচের দেখাবো ছবির মতো ।
এর পর Performance এ ক্লিক করুন ।
সেখান থেকে Memory তে ক্লিক করে RAM এর ডিটেল্স দেখুন । সাধারনত এখানেই দেখাবোর কথা আপনার RAM DDR4 নাকি DDR3। যেমন আমার ক্ষেত্রে এটি DDR3
অন্যথায় স্পিড দেখে ও আপনি মেজার করে নিতে পারেন । যদি স্পিড 800 MHz থেকে 2133 MHz এর মধ্যে হয়, তাহলে এটি DDR3, কিন্তু এর বেশি হলে সেটি DDR4
আপনার দেখাবো পদ্ধতিতে কোন প্রকার বাড়তি সফটওয়ার ছাড়াই দেখা যায় । তবে আরো তথ্য সহ কিংবা পুরাতন ইউ্ন্ডোজ এর ক্ষেত্রে CPU-Z সফটওয়ার টি বেশ কাজের যা কিনা আপনার কম্পিউটার এর অনেক হার্ডওয়ার সম্মর্কেই ধারনা দেবে । দেখে নিতে পারেন বিস্তারিত