Computer Monitor এ No Signal আশার কারন হতে পারে আপনার VGA কিংবা HDMI ক্যাবল ঠিক মতো লাগারো নেই কিংবা লুজ হয়ে গেছে । এগুলো আসলে আপনার কম্পিউটার থেকে মনিটরে সংযোগ সাধন করে। আগে দেখেন লুজ হয়ে গেছে কিনা, একটু খুলে আবার লাগিয়ে দিয়ে দেখেন । ঠিক হয়ে গেলে ভালো ।
আর তাতেও কাজ না হলে এবার VGA বা HDMI ক্যাবল বদল করে দেখতে পারেন । সেটা তেই কাজ না হলে কম্পিউটার এর মাদার বোর্ড এ কাজ করা লাগতে পারে । মানে এই পর্যায় এ PC Doctor দেখানোই ভালো ।