excel-problem

Sweet Rahman asked 1 year ago

আমাকে এক্সেলের একই সেলে অনেকবার যোগ বা বিয়োগ করা লাগে,( যেমনঃ =২০০+৫০+১৯৯-২০+৫৬) কিন্তু সমস্যা হোল আমাকে বার বার ফর্মূলা বারে কার্সর নিয়ে গিয়ে যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে তারপর সংখ্যা ইনপুট করা লাগে। এক্ষেত্রে কোন সর্টকাট আছে কিনা?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 1 year ago

আপনি এর অল্টার হিসেবে যে সেলে বার বার যোগ করছেন, তার পাশের একটি কলামের বেশকিছু সেল কে নিয়ে SUM করতে পারেন । যেমন ধরুন আপনি হয়তো A2 সেলে যোগফল টি রাখতে চাচ্ছেন ।


তো B2 থেকে B100 পর্যন্ত সেল গুলোকে বা প্রয়োজনে আরো বেশি সেলকে সাম করে নিতে পারেন নিচের মতো করে

excel sum function use

excel sum function use

A2 সেল এ লিখুন
=SUM(B2:B100)
এর পর আপনার সংখ্যা গুলো B2 থেকে নিচের সেল গুলোতে লিখতে থাকুন, অটো যোগফল পাবেন A2 Cell এ ।

Your Answer

17 + 18 =

error: Content is protected !!