আলোক বর্ষ কি
সধারন ভাবে বলতে গেলে, ইঞ্চি, গজ, মাইল যেমন ধরুন, মাপ । ঠিক আলোক বর্ষ সেই রকম একটি মাপ । ইংরেজীতে বল হয় (Light Year) । মহাকাশের দূরত্ব মাপতে গেলে, মাইল বা গজ কোন কাজে আসবে না । এত ছোট মাপ যা মহাকাশ মাপার কোন কাজেই আসবে না । ঠিক সমদ্র থেকে এক ফোটা পানি তুলার সমান । মহাকাশের দূরত্ব মাপার জন্য আরও বড় মাপের দরকার প্রয়োজন । মহাকাশ মাপার জন্য যে মাপটি ব্যবহার করা হয় , তাকে আলোক বর্ষ বলে । এক আলোক বর্ষ সমান ছয় লক্ষ কোটি সমান ।
এক আলোক বর্ষ সমান কত কিলোমিটার
আলোক বর্ষ হল একটি দৈর্ঘ্যের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোক বর্ষ সমান ৯.৫ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৯ ট্রিলিয়ন মাইল। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিয়নের সংজ্ঞা অনুসারে এক আলোক বর্ষ এক জুলীয় বছর (৩৬৫.২৫ দিন) কোন শূন্য পথে আলো যত দূর অতিক্রম করে সেই দূরত্ব। বর্ষ শব্দটি যুক্ত হওয়ার কারণে দৈর্ঘ্যের এই এককটি মাঝে মাঝে সময়ের একক হিসেবে ভুল করা হয়, কারণ বর্ষ বা বছর হল সময়ের একক।