মোবাইল ফোন যখন ব্যাকআপ বা রিসেট দিবো, তখন কিভাবে ডাটা ব্যাকআপ করে রাখবো কেউ জানাবেন কি?
মোবাইলে ডাটা ব্যাকআপ
মোবাইলে এর নাম উল্লেখ করলে ভালো হত। যাই হোক, সাধারণত একেক মোবাইলে একেক ভাবে ডাটা ব্যাকআপ রাখা যায়। তবে আমি আমার ক্ষেত্রে OPPO মোবাইলে এ কিভাবে ডাটা ব্যাক রাখা যায়,তা আলোচনা করবো।
ডাটা ব্যাকআপ রাখার জন্য প্রথমে মোবাইল ফোন এর Setting থেকে Backup & reset লেখা অপশন ক্লিক করুন। ক্লিক করার পর সেখানে নিচের ছবিটির মতো অপশন দেখা যাবে।
এবার উপরের লাল দাগ করা অংশে ক্লিক করে আপনি ডাটা ব্যাকআপ রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ইমেইল আইডি এবং ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে।
ধন্যবাদ AhosanHabib ভাই, @ jakir, আপনি ডাটা ব্যাকআপ নেবার জন্য গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন যেটা গুগল একাউন্ট এর সাথেই থাকে এবং এটি ইন্টারনেটে আপনার ডাটা ব্যাকআপ নিবে । AhosanHabib যে উত্তর টি দিয়েছেন, সেটিও ড্রাইভ ব্যবহার এই ব্যাকআপ নিবে । আর যদি মনে করেন যে আপনি কম্পিউটার এ ডাটা ব্যকআপ নিবেন, তাহলে দেখে নিতে পারেন নিচের পোস্ট টি যেটি দিয়ে অনেক কিছুই ব্যকআপ রাখতে পারবেন, SMS, Contact Number, Call Log, Apps …
স্মার্ট ফোনে SMS বা Contact নাম্বার ব্যাকআপ রাখবেন কিভাবে