ওয়েব হোস্টিং কি? ওয়েব হোস্টিং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা কর।

প্রশ্ন উত্তরCategory: ওয়েব ডিজাইনওয়েব হোস্টিং কি? ওয়েব হোস্টিং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা কর।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

ওয়েব হোস্টিংঃ

আমরা অনেকে হোস্টিংকে ওয়েব হোস্টিং বলে থাকি। অর্থাৎ ওয়েবের  ফাইলগুলো ইন্টারনেটে কোন সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয়। এটি হচ্ছে মূলত অনলাইনে ওয়েবসাইট আপলোড করার সার্ভার বা কম্পিউটারের হার্ডডিস্কের জায়গা। এই  জায়গা কোন আইএসপি (ISP- Internet Service Provider) ব্যবসায়ীরা প্রদান করে  থাকেন। ওয়েব পেজ হোস্টিং করতে কতখানি জায়গা প্রয়োজন হবে তার উপর ভিত্তি করে ব্যবসায়ীরা ভাড়া নির্ধারণ করে দেয়। এদের কাছে অর্থের বিনিময়ে বিভিন্ন রকমের সার্ভিস পাওয়া যায়।


ডোমেন হোস্টিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং ওয়েব ডিজাইনিং শিখতে আমাদের সাইটের আরো টিউটোরিয়াল দেখতে পারেন @ কিভাবে কোড

প্রকারভেদঃ প্লাটফর্ম কিংবা অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে হোস্টিং দুই  প্রকারের হয়ে থাকে। যেমনঃ

  • উইন্ডোজ হোস্টিংঃ প্রোগ্রামিং ভাষা এবং ডেটাবেজ হিসেবে মাইক্রোসফট এসকিউএল সার্ভার (SQL Server) ব্যবহার করে যে সকল ওয়েবসাইট এএসপি (ASP- Active Server Page) তৈরি করা হয় সে সাইটকে উইন্ডোজ সার্ভারে হোস্টিং করতে হয়।
  • লিনাক্স হোস্টিংঃ প্রোগ্রামিং ভাষা এবং ডেটাবেজ হিসেবে মাইএসকিউএল (MySQL) ব্যবহার করে যে সকল ওয়েবসাইট পিএইচপি (PHP) তৈরি করা হয় সে সাইটকে লিনাক্স সার্ভারে হোস্টিং করতে হয়।

Your Answer

16 + 8 =

error: Content is protected !!