ওয়েবসাইট এডমিন প্যানেল সেই সাইট টির বিষয়বস্তু গুলো add কিংবা edit করবার জন্য একটি প্যানেল । এবং সেটি username ও password দ্বারা সিকিউর করা থাকে ।
যেহেতু প্যানেলটি ওয়েবে তাই সেটাতে প্রবেশ করার জন্য নির্দিষ্ট লিংক থাকে এবং সেটি ওয়েবসাইট ভেদে ভিন্য ভিন্য হয় । যেমন আমাদের ওয়েব সাইট টির এডমিন প্যানেলে প্রবেশ করার লিংক হল https://kivabe.com/wp-admin/
অনেক সময় একই ওয়েব সাইটের অনেকগুলো ও এডমিন প্যানেল থাকে ভিন্য ভিন্য সার্ভিচের জন্য ।