কম্পিউটারের মুল অংশ কয়টি ও কি কি?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটারের মুল অংশ কয়টি ও কি কি?
Forhad asked 6 years ago


2 Answers
Best Answer
Imran Hossain answered 6 years ago

কম্পিউটারের কয়টি মূল অংশ চার প্রকার ,


  1. ইনপুট
  2. মেমোরি
  3. প্রসেসর
  4. আউটপুট

ইনপুট
যেসব যন্ত্র দ্বারা কম্পিউটারকে নির্দেশ প্রধান করা হয় , তাকেই ইনপুট বলে ।  কি-বোর্ড মাউস এই গুলো হচ্ছে ইনপুট ডিভাইস । এই সাথে আরও বিভিন্ন ধরনের ডিভাইস থাকে ।
মেমোরি
যে সকল যন্ত্রাংশ দ্বারা  ব্যবহার করে তথ্য বা ফলাফল সংরক্ষন করা হয় তাকে স্টোরেজ বা মেমোরি যন্ত্রাংশ বলে। যেমন সিডি রম, মেমোরি।  খালি সিডি ব্যবহার করে তথ্য সংরক্ষন করা যায়।
প্রসেসর
যে সকল যন্ত্র দ্বারা কম্পিউটার প্রদত্ত নির্দেশ প্রসেস বা প্রক্রিয়া করে তাকে প্রসেসর যন্ত্রাংশ বলে। যেমন মাউস দিয়ে যে নির্দেশ দেয়া হয় তা মাউস পোর্টের মাধ্যমে মাদারবোর্ডে পৌছে, এবং প্রসেস হয়। তাই মাদারবোর্ড একটি প্রক্রিয়াকরণ যন্ত্র।
আউটপুট
কম্পিউটারকে যে সকল যন্ত্র ব্যবহার কম্পিউটারকে নির্দেশের ফলাফল দেখা যায় তাকে আউটপুট বলে। যেমন মাউস দ্বারা কোন নির্দেশ দিলে তার ফলাফল কি হল তা মনিটরে প্রর্দশিত হয়। একে সফ্ট কপি বলে। তাই মনিটর একটি আউটপুট যন্ত্র ।
 
 

Sajid answered 2 years ago

Sajid


Your Answer

16 + 6 =

error: Content is protected !!